Advertisement
বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধিঃ
জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের সালথায় নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ জুন) দুপুর ১টায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ফরিদপুর জেলা কার্যালয়ের আয়োজনে সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে শিক্ষার্থীদের নিয়ে এই নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল কাদের মিয়ার সভাপতিত্বে এ সময় কর্মসূচিতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা নিরাপদ খাদ্য অফিসার দীপংকর দত্ত ।
এছাড়াও অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।উক্ত কর্মশালায় নিরাপদ খাদ্য, খাদ্য নিরাপদতাসহ খাদ্যের বিভিন্ন প্রাথমিক ধারণা ভিডিওচিত্র ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ফলপ্রসূ আলোচনা করা হয়। শিক্ষার্থীদের নিরাপদ খাদ্যের পাঁচ চাবিকাঠির বাস্তবিক প্রয়োগে উৎসাহ প্রদান করা হয়। এছাড়াও প্রত্যক্ষভাবে হাইজিন টেস্ট কিটের মাধ্যমে শিক্ষার্থীদের হাতের হাইজিন পরীক্ষা করা হয়।এ সময় খাদ্য গ্রহণের পূর্বে হাত ধৌত করার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোকপাত করা হয়।
অনুষ্ঠানের সভাপতি মোঃ আব্দুল কাদের মিয়া বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। আর শিক্ষার জন্য প্রয়োজন নিরাপদ খাদ্য। নিরাপদ খাদ্যের প্রাপ্তির নিশ্চিতকরণের মাধ্যমে আজকের শিশু-কিশোররা আগামী দিনের সুস্থ্য সবল মেধাবী জাতিতে পরিণত হবে। তাই নিরাপদ খাদ্যের কোনো বিকল্প নেই।