lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
Last Updated 2023-06-27T14:21:35Z
জেলার সংবাদ

পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে মানবিক সহায়তা প্রদান সিন্দুকছড়ি জোন

Advertisement

মোঃ সুমন 

পবিত্র ঈদ উল আযহাকে সামনে রেখে পার্বত্য জেলা খাগড়াছড়িতে স্থিতিশীল শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচী পরিচালনা করে আসছে। পবিত্র ঈদ-উল-আযহা মুসলিম সম্প্রদায়ের  ঈদ আনন্দ ঈদের এই খুশি পাহাড়ী অঞ্চলের বসবাসরত মানুষের মাঝে বিলিয়ে দেয়ার লক্ষ্যে আজ হতে ঈদের দিন ও ঈদের পরবর্তী কিছুদিন যেন সাচ্ছন্দে নিশ্চিন্তে পরিবারে সাথে আনন্দ ভোগ করতে পারে সেলক্ষে অদ্য ২৭জুন ২০২৩ তারিখ রোজ মঙ্গলবার সিন্দুকছড়ি জোনের মাঠ এবং মানিকছড়ি রানী নীহার উচ্চ বিদ্যালয়ের মাঠে ১০০জন স্থানীয় জনসাধারণ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে  চাল, ডাল, চিনি, তৈল, লবন, সেমাই, প্রদান করা হয়।  

এই মহতী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোনের জোন কমান্ডার  লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসি, জি। এছাড়াও উপস্থিত ছিলেন জোনের অন্যান্য অফিসার বৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি সবাইকে ঈদের আগ্রীম শুভেচ্ছা জানিয়ে মূল্যবান বক্তব্য রাখেন। তিনি এ সময় পার্বত্য অঞ্চলের শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য সর্বত্র জনসাধারণকে আহবান জানান।