lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
Last Updated 2023-06-08T12:44:49Z
জাতীয়

পঞ্চগড়ে ভ্যাপসা গরমের তীব্রতা বেড়েই চলেছে

Advertisement

পঞ্চগড় প্রতিনিধি

সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে গরমের তীব্রতা বেড়েই চলেছে বৃষ্টির দেখা নেই, আজ বৃহস্পতিবার পঞ্চগড় তেতুলিয়া উপজেলা সীমান্তবর্তী ল্যান্ড এরিয়া বাংলাবান্ধায়। গিয়ে দেখা যায় গরমের তীব্রতায়   স্থল বন্দরের লোড আনলোড শ্রমিকরা তীব্র গরমের কারণে কাজ করতে পারছেন না।  

স্থলবন্দরের শ্রমিকরা বলছেন তীব্র গরমের কারণে আমরা সঠিকভাবে লোড আনলোড এর কাজ করতে পারছি না। বাংলাবান্ধা স্থল বন্দর শ্রমিক নেতা সাহাবুল ইসলাম জানান, আগের তুলনায় এখন কাজের গতি কমে গেছে, শ্রমিকরা প্রচন্ড রোদ আর ভ্যাবসা গরমের তীব্রতায় কিছুক্ষণ কাজ করলেই অসহ্য বোধ মনে করছেন শ্রমিকরা।

প্রচন্ড রোদ আর  গরমে যেন দম বন্ধ হয়ে আসে কিছুক্ষণ পরপর পানি পিপাসা ও গাছের ছায়ায় শ্রমিকদের বিশ্রাম নিতে দেখা যায়। ঠিক মত শ্রম দিতে না পারায় লোড  আনলোড এর কাজ অনেকটা ঝিমিয়ে পড়েছে। 

স্থল বন্দর শ্রমিকরা বলছেন বর্তমানে লোড আনলোড করতে গেলে এতটাই বিরক্ত বোধ মনে হয় যে আপনাকে বলে বোঝাতে পারবো না এবারের মত এত গরম আমরা আগে কখনো দেখিনি। পঞ্চগড় তেতুলিয়া উপজেলা আবহাওয়া অফিস জানান আজকের তাপমাত্রা সর্বোচ্চ ৩৮ ডিগ্রি সেলসিয়াস।