lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ১১ জুন, ২০২৩
Last Updated 2023-06-11T12:39:32Z
জাতীয়

পঞ্চগড়ে প্রচন্ড গরমে তালের আঁশে স্বস্তি পঞ্চগড় বাসীর

Advertisement

পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ে যখন প্রচন্ড গরমে অতিষ্ঠ জনজীবন তখন সাধারণ জনগণ স্বস্তি খুঁজে পাচ্ছে  কচি তালের আঁশে।  এই তালের আশেঁর  মধ্যে আছে ঔষধি গুণ যা প্রচন্ড তাপদাহে পেট ঠান্ডা রাখে ও   পানির  পিপাসা কমায়।

পঞ্চগড়ের  দেবীগঞ্জ উপজেলার তালের আঁশ বিক্রেতার সাথে কথা বলে জানা যায়, তারা বিভিন্ন অঞ্চল ঘুরে এই কচি তালের আঁশ খুঁজে বের করেন। তালগাছ মালিকদের  কাছ থেকে প্রতিপিছ  তাল ৮ থেকে ১০ টাকা দরে ক্রয় করে পিচ প্রতি ১৫ টাকায় বিক্রয় করেন তারা। তবে গাছ থেকে তাল কেটে ভ্যান ভাড়া দিয়ে তেমন লাভ থাকে না বলে জানান তারা।

 তবে এই ফলটি সম্পূর্ণরূপে ভেজাল,  কীটনাশক বা ফরমালিন মুক্ত ও ঔষধি গুণে ভরপুর থাকায় প্রচন্ড তাপদাহে তৃষ্ণা মেটাতে সকল শ্রেণী পেশার মানুষ ক্লান্ত দুপুরে এই কচি তালের আঁশ বেছে নিয়েছেন।

পঞ্চগড়ের সাংবাদিক ও  ঠিকাদার রকি জানান, প্রচন্ড রোদে যখন ভালো লাগছিলো না তখনই  চোখে পড়ে কচি তালের আঁশ। প্রতি পিস ১৫ টাকা দরে বিক্রি হলেও এর মধ্যে কোন ভেজাল নেই সম্পূর্ণ নির্ভেজাল,আর খেতেও অনেক সুস্বাদু।