Advertisement
দোয়ারাবাজার (সুনামগঞ্জ):
একদিকে হারিয়েছেন নিজের ভবিষ্যতেকে, হয়েছেন মামলার আসামী,অন্যদিকে পরিবারের লোকজনের দুঃশ্চিন্তা, আর ছেলের খুঁজে দিন দিন গুনছেন মা-বাবা। ভাই -বোন বঞ্চিত হচ্ছেন ভাইয়ের ভালোবাসার। নিজের জীবন রক্ষায় ও পরিবারের লোকজনের জীবনের নিরাপত্তায় বাড়িঘর ছেড়ে এলাকা হারা হয়েও রক্ষা পায়নি আনোয়ার হোসেন।নেই মা-বাবার ছেলে ও ভাই-বোনদের একমাত্র ভাই কাছে, তবুও হুমকির মুখে দুশ্চিন্তাই জীবন যাপন করছেন সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিএনপি রাজনীতিতে বিশ্বাসী ও স্থানীয় রাজনৈতিক প্রতিহিংসার শ্বিকার আনোয়ার হোসেন'র পরিবার।আনোয়ার হোসেন উপজেলার নরসিংপুর ইউনিয়নের সুনাইত্যা গ্রামের হাসন আলী'র ছেলে।
পারিবারীক ও স্থানীয় সূত্রে জানা যায়,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতিতে বিশ্বাসী আনোয়ারের পিতা হাসন আলী,সেই সুবাদে বন্ধু বান্দবদের সাথে মাঝে মধ্যে জাতীয়তাবাদী যুবদলের মিটিং মিছিলে যেতো আনোয়ার।
এরই জেরে ২০১৭ সালে স্থানীয় কিছু আওয়ামীলীগ নামদারীদের ষড়যন্ত্রের জালে পরেন আনোয়ার ও তার পরিবারের লোকজন। এতে এক দিকে যেমন শুরু হয় পুলিশের হয়রানি,অন্যদিকে স্থানীয় আওয়ামীলীগ নামধারীদের ক্ষমতার অপব্যবহার। কয়েক বার হামলা চালানো হয় তাদের বসতবাড়ির উপর। নিষেধ দেওয়া হয় এলাকার হাট বাজারে যাওয়ার ও হুমকি আসে একমাত্র সন্তান আনোয়ার কে প্রানে মেরে ফেলার ।
এতে নিজে বেঁচে থাকার ও নিজের পরিবারের লোকজনের নিরাপত্তার কথা চিন্তা করে জীবন রক্ষার্থে ২০১৭ সালে এলাকা ছাড়তে বাধ্যহন আনোয়ার হোসেন।
নিজ এলাকা কিংবা বাড়িতে আসছেন না ছয়বছর যাবত। শত্রুদের ভয়ে পরিবারের লোকজন ও আছেন নিরব ভূমিকায়।তবুও প্রতিহিংসা পিছু ছাড়ছেনা আনোয়ারের পরিবারের লোকজনদের।
প্রতিনিয়তো আসছে হুমকি,বসতঘর ভেঙ্গে দেওয়া ও খুন ঘুমের আতংকের বুঝা মাথায় নিয়ে দিন পার করছে আনোয়ারের পরিবারের লোকজন।
নিজের ছেলেকে কাছে পাওয়াসহ আওয়ামিলীগ নামধারী সন্ত্রাসীদের হাত থেকে পরিবারের বাকি লোকজনদের নিয়ে নিশ্চিন্তে জীবন যাপন করতে প্রশাসনের নিকট দাবী জানিয়েছেন আনোয়ারের মা-বাব ও পরিবার।