lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
Last Updated 2023-06-08T15:16:44Z
রাজনীতি

দেশব্যাপী অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে বগুড়া জেলা বিএনপি'র অবস্থান কর্মসূচি পালন

Advertisement

মিজানুর রহমান মিলন, বগুড়া জেলা প্রতিনিধি  :

বগুড়ায় পুলিশি বাধা উপেক্ষা করে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপির নেতাকর্মীরা। সার্কিট হাউসের সামনে পুলিশের ব্যারিকেড অতিক্রম করে দলটির নেতাকর্মীরা। পরে শহরের নওয়াববাড়ি-সাতমাথা সড়কে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি পালন করেন। 

পরে সেখান থেকে জেলা বিএনপির সিনিয়র নেতারা নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) নির্বাহী প্রকৌশলীর কাছে স্মারকলিপি জমা দেন।

লোডশেডিংয়ের প্রতিবাদে বৃহস্পতিবার (৮ জুন) সকাল সাড়ে ১০টা থেকে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালনের জন্য বিএনপি নেতাকর্মীরা নওয়াববাড়ি সড়কে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। ওই কর্মসূচিকে ঘিরে পুলিশও বিএনপি অফিসের কাছেই সার্কিট হাউসের মোড়ে এবং বিদ্যুৎ অফিস সংলগ্ন খোকন পার্কের সামনে দুটি ব্যারিকেড দেয়। পাশাপাশি বিদ্যুৎ অফিসের সামনেও বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। বিএনপি নেতাকর্মীরা বেলা সাড়ে ১১টার দিকে মিছিল নিয়ে শহীদ খোকন পার্ক সংলগ্ন নেসকো কার্যালয়ের দিকে এগিয়ে যেতে শুরু করে। মিছিলটি সার্কিট হাউস মোড়ের সামনে এলে পুলিশ তাদেরকে বাধা দেয়। তবে বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশের ওই ব্যারিকেড ভেঙে কিছুটা দূরে খোকন পার্কের সামনে অবস্থান নেয়। পরে শহীদ খোকন পার্কের সামনে থেকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বগুড়া-৭ আসনের সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু এবং বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর হেনার নেতৃত্বে দলটির কয়েকজন সিনিয়র নেতারা নেসকো কার্যালয়ে গিয়ে নির্বাহী প্রকৌশলীর কাছে স্মারকলিপি জমা দেন। এ সময় বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করেন সরকারের লুটপাটের কারণেই বিদ্যুত উৎপাদন ব্যবস্থায় ধস নেমেছে। বিএনপি নেতাকর্মীরা অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করে বলেন, দেশের মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেতে চায়। এজন্য সরকারকে পদত্যাগ করতে হবে। এ নিয়ে বিএনপি অবৈধ এই সরকারের সঙ্গে কোনো আলোচনা করতে রাজি নয়। 

এতে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর হেনা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদুন্নবী সালাম ও কে এম খায়রুল বাশার।অবস্হান কর্মসূচিতে বগুড়া শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীনের নেতৃত্বে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সাংগঠনিং সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, উপজেলা  বিএনপির সহ সভাপতি আবদুল হাকিম মন্ডল, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম রফিক, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই রনি, উপজেলা বিএনপির সহ  ক্রিড়া  ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরমান মন্ডল,উপজেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম, উপজেলা বিএনপির সহ প্রচার সম্পাদক সাউদ, খরনা ইউনিয়ন বিএনপির সভাপতি কাজল,মাদলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাররফ হোসেন, মাঝিড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আজাদ,গোহাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মান্নান, আড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাদশা,আশেকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী সাকিদার, চোপীনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাষ্টার, খোট্রাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার, আমরুল ইউনিয়ন বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোঃ বিপুল রানা মোল্লা সহ জেলার বিভিন্ন উপজেলার বিএনপি ও  অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন  ।