lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ৩ জুন, ২০২৩
Last Updated 2023-06-03T11:44:11Z
শিক্ষা

সুজানগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন

Advertisement

এম মনিরুজ্জামান, পাবনা: 

সুজানগরে বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে পাবনার সুজানগরের 

২২ নং সাগরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৪৯ নং রাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তব্য দেন, অর্থ এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, পাবনা -২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, আমিন পুর থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী খান, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার, উপজেলা প্রকৌশলী ফজলুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা শওকত আলী ফকির, উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা, সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক সরদার আব্দুর রউফ, পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ প্রমুখ। এছাড়াও স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।