lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
Last Updated 2023-06-06T13:34:48Z
জেলার সংবাদ

লালপুরে একুশে পদক প্রাপ্ত,সাবেক সাংসদ ও বীর মুক্তিযোদ্ধা শহীদ মমতাজ উদ্দীনের ২০ তম মৃত্যুবার্ষিকী পালিত

Advertisement

নাটোর জেলা প্রতিনিধি:

নাটোরের লালপুরে একুশে পদক প্রাপ্ত, সাবেক সাংসদ ও বীর মুক্তিযোদ্ধা শহীদ মমতাজ উদ্দীনের ২০ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

যখনই ৬ ই জুন মাসের নাম আসে, ঠিক তখনই বুকের মধ্যে কেপে উঠে, কান্না বের হয়ে আসে,  রক্তাক্ত ৬ ই জুন। ২০০৩ সালের আজকের এই তারিখে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য, লালপুর-বাগাতিপাড়ার মাটি ও মানুষের নেতা,একুশে পদক প্রাপ্ত  ( মরণোত্তর) বীর মুক্তিযোদ্ধা শহীদ জননেতা মমতাজ উদ্দিনকে রাতের অন্ধকারে নিমর্মভাবে কুপিয়ে হত্যা করে কতিপয় কুলাঙ্গাররা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালী জাতির কাছে বিশাল হৃদয়ের ও সর্বজন শ্রদ্ধেয় নেতা হিসেবে সমাদৃত। ঠিক তেমনি লালপুর-বাগাতিপাড়া বাসীদের নয়নের মনি ছিলেন শহীদ জননেতা মমতাজ উদ্দিন এমনটায় বলেছিলেন শহীদ মমতাজ উদ্দিনের সুযোগ্য পুত্র ও লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামীম আহম্মেদ সাগর । এলাকাবাসীর বিশ্বাস উনার সংস্পর্শ পাওয়া কোন ব্যক্তি উনার প্রশংসা না করে পারবেন না। দল-মত নির্বিশেষে সকল মানুষের কাছে উনি পরিচিত ছিলেন সৎ, মিষ্টভাষী, সদালাপী ও একজন যোগ্য নের্তৃত্ব হিসেবে।  এ নেতার আদেশ ও মতামত গুলো লালপুর ও বাগাতিপাড়া মানুষের এগিয়ে যাবার অনুপ্রেরণা জোগায়। উনার আদর্শ ও নীতি-নৈতিকতাকে শ্রদ্ধা জানিয়ে  সামনের দিকে এগিয়ে চলার সাহস পায়। 

যার রক্তে তিল তিল করে গড়ে ওঠা এই আজকের লালপুর বাগাতিপাড়া।স্বাধীনতা পরবর্তী সময় থেকে অদ্যাবধি পর্যন্ত যে সকল নেতৃবৃন্দ লালপুর-বাগাতিপাড়ায় নের্তৃত্ব দিয়ে চলেছেন সকলের নেতা হবার পেছনে রয়েছে এ জনপ্রিয় নেতার প্রত্যক্ষ ও পরোক্ষ অবদান। 

আজ সোমবার (৬জুন) সকাল সাড়ে ৯টায় উপজেলার চিরঞ্জীব মমতাজ স্মৃতি স্তম্ভে বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেন নাটোর জেলা, লালপুর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

পরে কবর জিয়ারত করে শহীদ মমতাজের বাসভবনে স্মরণ সভায় অংশ নেন তারা। এসময় শহীদ মমতাজ উদ্দীনের স্মৃতিচারণ করে নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন, বঙ্গবন্ধুর প্রকৃত আদর্শের সৈনিক ছিলেন শহীদ মমতাজ উদ্দিন। তিনি মানুষের জন্য জীবনকে উৎসর্গ করেছেন। অথচ কিছু আওয়ামী লীগ নেতা শহীদ মমতাজ উদ্দিনকে পুঁজি করে বাড়ি-গাড়ি করেছেন, দলে বিভক্তি সৃষ্টি করছেন। তাই সবাইকে শহীদ মমতাজের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সবাই ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

এসময় লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগরের সভাপতিত্বে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, আহাদ আলী সরকার, আনিসুর রহমান,  উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম  জয় প্রমুখ ।