lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ৩ জুন, ২০২৩
Last Updated 2023-06-03T06:23:39Z
জেলার সংবাদ

হিন্দু শাস্ত্রীয় পারিবারিক আইন প্রণয়ন প্রচেষ্টার প্রতিবাদে হিন্দু ছাত্র ও যুব মহাজোটের মানববন্ধন অনুষ্ঠিত

Advertisement

রবীন্দ্রনাথ সরকার রংপুর জেলা প্রতিনিধিঃ 

কতিপয় বিতর্কিত ব্যাক্তি ও এনজিওর পরামর্শে হিন্দু শাস্ত্রীয় পরিপন্থি আইন প্রনয়ন প্রচেষ্টার প্রতিবাদে সারা বাংলাদেশের ন্যায় রংপুরে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে রংপুর প্রেস ক্লাবের  সামনে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব ও ছাত্র মহাজোট জেলা শাখার আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ সম্পন্ন হয়।

এ সময় বক্তব্য রাখেন পলাশ রায়, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট রংপুর জেলা শাখা। পুলক বসাক, বিভাগীয় আহ্বায়ক হিন্দু পরিষদ 

মানিক চৌধুরী জয়, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিন্দু যুব পরিষদ। দিলিপ কুমার মহন্ত, সদস্য, রংপুর হিন্দু যুব  মহাজোট। সজীব রায়,সংগঠক,বাংলাদেশ সনাতনী সংসদ। উদায় কুমার সাহা, কার্যকারী সদস্য পূজা উদযাপন পরিষদ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন কাজল রায় অন্ত। এবং এই অনুষ্টনটি সভাপতিত্ব করেন রবীন্দ্রনাথ সরকার, সভাপতি বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট রংপুর জেলা শাখা। 

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে রবীন্দ্রনাথ সরকার (সভাপতি) বলেন বাংলাদেশে কিছু  মহল আছে যারা হিন্দুদের পারিবারিক আইন পরিবর্তনের জন্য ওঠে পরে লাগছে। তারা কখনোই হিন্দুদের ভালো চায়না। বর্তমান হিন্দু সম্প্রদায়ের লোকজন পারিবারিক আইন বাস্তবায়ন চায়না তারা যায় হিন্দু সুরক্ষা আইন, সংখ্যালঘু কমিশন গঠন এসব আইন বাস্তবায়ন করুন।মাননীয়  প্রধানমন্ত্রীর কাছে এ ব্যাপারে সুদৃষ্টি আকর্ষণ করছে।  

শেষে সভাপতির সমাপনীর বক্তব্যের মধ্য দিয়ে মানব বন্ধনের সমাপ্ত ঘোষনা করেন