lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ১১ জুন, ২০২৩
Last Updated 2023-06-11T15:12:27Z
দেশজুড়ে

বন্য কুকুরের কামড়ে মায়াবী হরিণের মৃত্যু

Advertisement

পাথরঘাটা উপজেলা প্রতিনিধি

বন্য কুকুরের কামড় খেয়ে পুকুরে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না মায়াবী হরিণের। পুকুরেই মিললো নিস্তেজ দেহ।

রোববার (১১ জুন) দুপুর ১ঃ২০ মিনিটের দিকে বরগুনার পাথরঘাটা পর্যটন কেন্দ্র হরিণঘাটায় এ ঘটনা ঘটে। সেখানের একটি পুকুর থেকে মৃত হরিণটি উদ্ধার করে বনবিভাগের হরিণঘাটা বিটের কর্মীরা। প্রত্যক্ষদর্শী মো. ইব্রাহিম ও ইউসুফ চৌকিদার বলেন, বনের হিংস্র কুকুড়ের কামড় ও ধাওয়া খেয়ে একটি হরিণের দৌড়ে পালানো দেখে কাছে যাই আমরা। মুহূর্তের মধ্যে হরিণটি পুকুরে কচুরিপানার মধ্যে পড়ে যায়। বন বিভাগের হরিণঘাটা বিট কর্মকর্তা মো. আল-আমিন বলেন, হরিণঘাটা বনে হিংস্র কুকুরের কামড় খেয়ে দৌড়ে পাশের একটি পুকুরে পড়ে যায় হরিণটি। কিন্তু শেষ রক্ষা হয়নি; পুকুর থেকে মায়াবী প্রাণীটিকে মৃত উদ্ধার করে পাথরঘাটা বনবিভাগের অফিসে আনা হয়েছে। উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী হরিণের চামড়া, শিং ও পা সংরক্ষণ করে মাংস মাটিতে পুঁতে ফেলার প্রক্রিয়া চলছে। তবে আজকের এই ঘটনাই নতুন নয়। কুকুরের আক্রমণে এর আগেও চলতি বছরের ২০ মার্চ দুটি, ১২ এপ্রিল একটি ও ৩০ এপ্রিল একটিসহ মোট ৫টি হরিণ মৃত হরিণ উদ্ধার হলো।