Advertisement
পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে সোমবার ২৬ জুন জালাসী রাজনগর অতিরিক্ত কোরবানির পশুর হাট পরিদর্শন করেন পঞ্চগড় সদর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জনাব মোঃ মাসুদুল হক।
এ সময় পঞ্চগড় জেলার দক্ষ ভেটেরিনারি মেডিকেল টিম সহ পশু হাটে কোরবানির পশুর রোগ বালাই পরীক্ষা সহ বিক্রেতা ও ক্রেতাদের সাথে কথা বলেন নির্বাহী অফিসার মোঃ মাসুদুল হক।
এছাড়াও তিনি পশুহাটি ঘুরে জনগণের স্বার্থে সুস্থ ও ভালো কোরবানির পশু কেনার পরামর্শ দেন। পশুর হাটে কোন উশৃংখল ও চাঁদাবাজি যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখারও পরামর্শ দেন পশুহাট কমিটি কর্তৃপক্ষদের। কোরবানির পশুর হাটে সবাই যেন শান্তিপূর্ণভাবে পশু কিনতে পারে সেদিকেও লক্ষ্য রাখতে বলেন।
পঞ্চগড় পশুর হাট পরিদর্শন এর সময় আরো উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুর রশিদ সহ আনসার সদস্যরা ।