lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
Last Updated 2023-06-08T17:11:30Z
রাজনীতি

বরগুনায় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে দূর্নীতির প্রতিবাদে বিএনপি’র অবস্থান কর্মসূচী

Advertisement

মাহতাবুর রহমান, নিজস্ব প্রতিবেদক

দেশব্যাপী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দূর্নীতির প্রতিবাদে বরগুনা জেলায় অবস্থান কর্মসূচী পালন করেছে বরগুনা জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন । ৮ জুন বৃহস্পতিবার ৮ সকাল ১১ টায় বরগুনার বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচী পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নজরুল মোল্লা, বরগুনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন হাসান শাহীন, জেলা যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লা সহ একাধিক নেতৃবৃন্দ। অবস্থান কর্মসূচিতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। 

বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নজরুল মোল্লা বলেন, বিদ্যুৎ বিল বাকি নাই কিন্তু কয়লার বিল বাকি রয়েছে। তিনি সরকারের কাছে জানতে চান বিদ্যুৎ খাতের টাকা কোথায় গেছে? কয়লার টাকা বকেয়া রয়েছে কেন? তিনি আরো বলেন এতদিন সরকার উন্নয়নের মিথ্যা বুলি শুনিয়েছে জনগণকে, আজ জনগণের কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেছে। এখন সময় এসেছে জনগণের ন্যায্য পাওনা বুঝিয়ে দিন নয়তো পালানোর পথ পাবেন না। 

অবস্থান কর্মসূচি শেষে নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ বরাবরে স্মারক লিপি প্রদান করা হয়।