Advertisement
কামাল উদ্দিন টগর,নওগাঁ প্রতিনিধি :
নওগাঁয় দেশের প্রখ্যাত সাংবাদিক ও সাংস্কৃতাক ব্যাক্তিত্ব মুক্তিযোদ্ধা কামাল লোহানী'র ৯০তম জন্মদিন পালিত হয়েছে।
সোমবার রাত ৮টায নওগাঁ প্যারীমোহন লাইব্রেরি মিলনায়তনে স্থানীয় চারুকলা ও আবৃত্তি বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান "হাতে খড়ি" এ উপলক্ষে আলোচনাসভা আবৃত্তি ও সংগীতানুষ্ঠানের আয়োজন করে।
হাতে খড়ি'র পরিচালক মাগফুরুল হাসান বিদ্যুৎ-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট কবি ও গবেষক অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক উদীচী জেলা কমিটির সভাপতি আতাউল হক সিদ্দিকী। অন্যান্যের মধ্যে আলোচনা করেন নওগাঁ জেলা প্রেসক্লাব সভাপতি ও নবনাট্য সংঘের সাধারণ সম্পাদক মোঃ কায়েস উদ্দিন, উদীচী জেলা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মন্টু,আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক রফিকুদ্দৌলা রাব্বী, এবং একুশে পরিষদের সহ-সভাপতি এম এম রাসেল।
পরে হাতে খড়ি'র শিক্ষার্থীরা ছাড়াও স্থানীয় বিশিষ্ট শিল্পীরা আবৃত্তি ও সঙ্গীতা পরিবেশন করেন।