lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ৫ জুন, ২০২৩
Last Updated 2023-06-05T10:01:42Z
জাতীয়

আলোর বিদ্যানিকেতন যুব ফাউন্ডেশন এর বাস্তবায়নে পরিবেশ দিবস পালিত

Advertisement

মাহতাবুর রহমান, নিজস্ব প্রতিবেদক

১৯৭২ সালে জাতিসংঘের মানবিক পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী জাতিসংঘের পরিবেশ কর্মসূচির উদ্যোগে প্রতিবছর ৫ জুন সারা বিশ্বে ‘বিশ্ব পরিবেশ দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। 

এরই ধারাবাহিকতায় আজ ০৫ জুন সোমবার বরগুনার আমতলীতে আলোর বিদ্যানিকেতন যুব ফাউন্ডেশনের বাস্তবায়নে ও উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জোসেফ মাহতাবের উদ্যোগ এবং আর্থিক সহযোগিতায় আমতলী উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত হয় জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ অপরিহার্য ❞ শীর্ষক সচেতনতামূলক আলোচনা সভা। গণমাধ্যমকর্মী মাহতাবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন  উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আবুল হাসান, প্রধান অতিথি হিসেবে ছিলেন আমতলী প্রেসক্লাবের সভাপতি একে এম খায়রুল বাসার বুলবুল, বিশেষ অতিথি হিসেবে ছিলেন আমতলী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ নবীন, দৈনিক বাংলার জেলা প্রতিনিধি নাসরিন শিপু ও আমতলী উদিচির সাধারণ সম্পাদক আল জিহাদ। এছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রী। 

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আলোর বিদ্যানিকেতন যুব ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য মুক্তা রানী, সাংগঠনিক সম্পাদক মোঃ সজিব, কোষাধ্যক্ষ মোঃ ইমরান, সাধারণ সদস্য মোঃ ইমন। 

বক্তারা তাদের বক্তব্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বেশি করে গাছ লাগানোর আহবান জানান। বক্তারা আরও বলেন এই প্রচন্ড তাপদাহে গাছের কোন বিকল্প নেই। বৃক্ষরোপণের মাধ্যমেই বৈশ্বিক উষ্ণতা মোকাবেলা করা সম্ভব। তাই গাছ লাগান পরিবেশ বাঁচান।

আলোচনা শেষে আলোর বিদ্যানিকেতন যুব ফাউন্ডেশন এর স্বেচ্ছাসেবীদের উদ্যোগে স্কুলের শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠান শেষে স্কুলের শিক্ষার্থীদের মাঝে কাঁঠাল গাছের চারা বিতরণ করা হয়।