lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ৪ জুন, ২০২৩
Last Updated 2023-06-04T13:58:34Z
আইন শৃঙ্খলা

ভোলায় পুলিশ সুপার কর্তৃক জেলা কারাগার ও জেল প্যারেড পরিদর্শন

Advertisement

আহসান,বরিশাল ব্যুরো 

আজ রবিবার (০৪ জুন) সকালে ভোলা জেলা কারাগার ও জেল প্যারেড পরিদর্শন করেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা। 

পরিদর্শন কালে পুলিশ সুপার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য ও কাররক্ষীদের বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন এবং মুক্তি আসন্ন কয়েদীদের সাথে কথা বলেন। তিনি মুক্তি আসন্ন কয়েদীদের মুক্তি প্রাপ্ত হয়ে এলাকায় গিয়ে পূণরায় অপরাধের সাথে না জড়ানোার আহ্বান জানান এবং অপরাধ প্রতিরোধে জেলা পুলিশকে সহায়তার করার অনুরোধ জানান। 

এসময় জনাব আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ভোলা, অফিসার ইনচার্জ, জনাব শাহিন ফকির, ভোলা সদর মডেল থানা। কোর্ট পুলিশ পরিদর্শক, সদর কোর্ট ভোলা, ডেপুটি জেল সুপার সহ জেলা পুলিশের সদস্যবৃন্দ ও জেল কারারক্ষীগণ উপস্থিত ছিলেন।