Advertisement
নাটোর জেলা প্রতিনিধি:
নাটোরের লালপুরে কীটনাশক ও ভ্যারাইটিজ পণ্যের একটি দোকানের শার্টার ও ড্রয়ারের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে।
গত (২৬ জুন) সোমবার দুপুর তিনটার দিকে লালপুরের আড়বাব ইউনিয়নের কচুয়া বাজারে ফরহাদ ট্রেডার্সে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, দোকানটির প্রোপাইটার মিজানুর রহমান লিটন দুপুর ১ টার সময় দোকান বন্ধ করে চলে যায়। পরে বিকেল ৪টার সময় দোকানে এসে দেখেন দোকানের শার্টার এবং ক্যাশ বাক্স ভাঙ্গা ।
ক্যাশ বাক্সে থাকা নগদ এক লক্ষ বিশ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছে চোর চক্ররা।এ ঘটনায় লালপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন দোকানটির প্রোপাইটার মিজানুর রহমান লিটন।
লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি উজ্জ্বল হোসেন জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।