lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ৭ জুন, ২০২৩
Last Updated 2023-06-07T15:33:44Z
জেলার সংবাদ

লোহাগড়ায় বিদেশ না নিতে পাড়ায় টাকা ফেরত চাইলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি

Advertisement

মোঃ আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের বাগডাঙ্গা সারোল গ্ৰামের আজিবর শেখের ছেলে  আদম ব্যাপারী মোঃ ইসলাম শেখ দীর্ঘ দিন ধরে বিদেশে মানুষ পাঠানোর নামে বড় ধরনের প্রতারণা করে এলাকার মানুষদের থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

জানা যায়, ইসলাম শেখের ছোট ভাই হিরোন শেখ দীর্ঘ দিন কুয়েত প্রবাসী থাকায়,বড় ভাই ইসলাম শেখ বিদেশে লোক পাঠানোর কথা বলে লোহাগড়া উপজেলার বিভিন্ন এলাকার শত শত মানুষের কাছে থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।অনেক কে বিদেশে নিয়েছেন এবং অনেকে নিতে পারেন নাই,আর যাদের নিতে পারেন নাই তাদের টাকাও ফেরত দেন নাই বিভিন্ন কৌশলে।

অভিযোগ সূত্রে জানা যায় এক ই এলাকার সাহেব মোল্লার ছেলে বিল্লাল কে বিদেশে পাঠানোর জন্য  ইসলাম শেখ কে সাহেব মোল্লা ২ বছর পূর্বে ৩ লক্ষ্য টাকা দিয়েছিল। কিন্তু তাকে বিদেশে নিতে পারেন নাই,এমনকি টাকা ও ফেরত দিচ্ছেন না।

টাকা ফেরত চাইলে বিভিন্ন দিন দিতে থাকে। ওই এলাকায় মানুষের থেকে জানা গেছে তারা  এভাবে বিদেশে লোক পাঠানোর নামে প্রতারণা করে আসছে।

তার ই ধারাবাহিকতায় গত কিছুদিন পূর্বে ওই প্রতারক ইসলাম শেখের কাছে থেকে টাকা ফেরত আনতে তার বাড়িতে বিল্লাল, সাহেব,লায়েব,সহ কয়েকজন ভাই ব্রাদার মিলে একত্রে যায়।  

ইসলাম শেখ কে বাড়িতে না পেয়ে তার বাড়ির মহিলাদের বলে আসেন, ইসলাম শেখ তো বিদেশে পাঠালো না, আবার টাকা ফেরত চাইলে সেটা ও দিচ্ছে না। তা ইসলাম শেখ বাড়িতে আসলে আগামীকালের মধ্যে টাকা টা দিয়ে আসতে বলবেন,এই কথা বলে সকলে এখান থেকে চলে আসে। 

পরবর্তীতে ইসলাম শেখ টাকা ফেরত দিবেনা বলে একটি নাটকীয় ঘটনা ঘটিয়ে বাড়ির মালামাল ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রেখে পুলিশ কে খবর দেয় এবং সাহেব মোল্লাদের ১৬ জনের নাম ঠিকানায় এবং অজ্ঞাত আরও ৩০/৩৫ জনের  বিরুদ্ধে লোহাগড়া থানায় সোনা গহনা নগদ টাকা ছিনিয়ে নেয়ার একটি মিথ্যা ভিত্তিহীন মামলা দায়ের করেন।

এই মামলা দায়ের হওয়ার পর  অন্তর নামে একজনকে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ।

 সরজমিনে সাংবাদিকরা গিয়ে ইসলাম শেখের বাড়ির পাশের লোকজনের থেকে খবর নিয়ে জানা গেছে সাহেব মোল্লাদের লোকজন ওদের বাড়িতে গিয়েছিল কিন্তু টাকা পয়সা নিয়েছেন এবং মারধরের ঘটনা ঘটিয়েছেন এমন কিছু তারা দেখেন নাই।

এ সময় ওই এলাকার কয়েকজন লোক এসে সাংবাদিকদের কাছে বলেন ইসলামদের  টাকা লেনদেনের বিষয় জানান এবং বলেন বিদেশে নেওয়ার জন্য তারা শত শত মানুষের থেকে টাকা পয়সা নিয়েছেন যেটা ফেরত দিচ্ছেন না।

সাহেব মোল্লা আরও সাংবাদিকদের কাছে বলেন আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে এই মিথ্যা মামলার হয়রানি থেকে বাঁচার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি এবং তাদের শাস্তির দাবি জানাচ্ছি তারা যেন কেউ এরকম ঘটনা আর কারো সাথে না ঘটাই 

এবিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নাসির উদ্দীন এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন আমি ওই ঘটনাটি শুনেছি, কোন মারামারি হয় নাই তারা গিয়েছিলেন ঘরের টিনে ও গ্রিলে বাড়ি ধড়ি দিয়েছে এ ঘটনাই একজন আটক হয়েছে  এবং সোনা গহনা টাকা নিয়েছে  এবিষয়টি তদন্ত করলে সঠিক বেরিয়ে আসবে।