lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ৩ জুন, ২০২৩
Last Updated 2023-06-03T06:58:25Z
অপরাধ

পঞ্চগড় আটোয়ারী ধামর ইউনিয়নে মাদক সহ মহিলা ইউপি সদস্য গ্রেফতার

Advertisement

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় আটোয়ারী উপজেলার ধামর ইউনিয়নে প্রায় আড়াই লাখ টাকার মাদকসহ মহিলা ইউপি সদস্য ময়না রাণী (২৭) কে গ্রেফতার করেছে পুলিশ, ময়নার রাণী আটোয়ারী উপজেলার পূর্ব পাড়া পুরাতন আটোয়ারী গিরাগাঁও গ্রামের দীপক সরকারের স্ত্রী। ময়না রানী ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের ইউপি সদস্য । ও তার সহযোগী একই এলাকার মানিক সরকারের ছেলে হৃদয় সরকার (২২) ২ জনকে গ্ৰেফতার করেছে পুলিশ। 

গতকাল শুক্রবার বিকেলে এঘটনার সংবাদ পেয়ে জানাযায়। গোপন সংবাদের  সূত্রে আটোয়ারী থানার পুলিশের একটি দল ইউপি সদস্য ময়না রানীর বাড়িতে গেলে ময়না রানী পুলিশের সাথে ময়না রানীর দীর্ঘক্ষণ কথা কাটাকাটি হয়। 

এ সুযোগে মাদকের বাকি আসামিরা পালিয়ে যায়। পরে মায়ের বাসা থেকে ২০ গ্রাম হেরোইন, ৯০ পিস বুপিন রফিন ইনজেকশন ও ১৫ পিস ইয়াবা জব্দ করে পুলিশ। 

এই মামলার প্রধান আসামি একই এলাকার এরশাদ হোসেনের ছেলে আমির হোসেন (৩০) পলাতক রয়েছে। তবে পুলিশ জানান এই মামলার মোট আসামি ১৪ জন, এদের বিরুদ্ধে মাদক মামলা করা হয়েছে। 

পঞ্চগড় আটোয়ারী উপজেলা ধামর ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের দুলাল, এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, মাদকের এই মামলাটি পুলিশের সাজানো আমার ইউপি সদস্যকে ফাঁসানোর জন্য এই মামলাটি করা হয়েছে। 

পঞ্চগড় আটোয়ারী উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোহেল রানা, জানান গোপন সংবাদ এর ভিত্তিতে আমরা অভিযান চালাতে গেলে , ময়না রানী মাদক ব্যবসায়ীর প্রধান আসামিকে পালাতে সহযোগিতা করেন। তাই  স্থানীয় ইউপি সদস্য  ও স্থানীয় কিছু দুষ্কৃত ব্যক্তি সরকারি কাজে বাধা দেওয়ায় আমরা তাদের ১৪ জন কে আসামি করে মামলা দেই।