lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
Last Updated 2023-06-08T10:32:26Z
জেলার সংবাদ

হীড বাংলা‌দেশ ঢাকা ও নারায়নগঞ্জ অঞ্চ‌লে এককালীন উপবৃ‌ত্তি ও সন্মাননা ক্রেষ্ট প্রদান

Advertisement

মোঃ মিজানুর রহমান স্টাফ রিপোর্টার

হীড বাংলা‌দেশের মাইক্রোফাইন‌্যান্স কর্মসু‌চির ঢাকা সাউথ ও নারায়নগজ্ঞ অঞ্চ‌লের আওতায় ২০২২ স‌া‌লে  এসএস‌সি ও এইচএস‌সি‌তে জি‌পিএ ৪ ও ৫ প্রাপ্ত  ৩০০ জন মেধাবী ছাত্রীদের মা‌ঝে জি‌পিএ-৪ প্রাপ্ত প্রত্যেক‌কে ৪০০০ টাকা এবং জি‌পিএ-৫ প্রাপ্ত প্রত্যেককে ৫০০০ টাকা হিসা‌বে এককালীন উপবৃ‌ত্তি এবং বঙ্গবন্ধু শিক্ষাবৃ‌ত্তির আওয়াত হীড বাংলা‌দে‌শে মোট ৬০ জ‌নের ম‌ধ্যে আজ‌কের অনুষ্ঠা‌নে পাব‌লিক বিশ্ব‌বিদ‌্যাল‌য়ে অধ‌্যয়নরত ১০ জন‌ ছাত্র ছাত্রী‌দের প্রতি মা‌সে ৫০০০ টাকা হিসা‌বে প্রাপ‌্য বৃ‌ত্তি প্রদান করা হয়। প্রত্যেক ছাত্র/ছাত্রী‌কে এক‌টি ক‌রে ক্রেস্ট প্রদান ও সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি হিস‌া‌বে উপ‌স্থিত ছি‌লেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি ( এমআরএ) এর এক্সি‌কিউটিভ ভাইস চেয়ারম‌্যান মো: ফ‌সিউল্লাহ স‌্যার, বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন স‌হিদ উল্লাহ মিনু প‌্যা‌নেল মেয়র, ঢাকা দ‌ক্ষিণ সি‌টি ক‌র্পো‌রেশন ও ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর এবং ফজলুল হক ম‌হিলা ক‌লে‌জের অধ‌্যক্ষ ও গেন্ডা‌রিয়া থানার প্রতি‌নি‌ধি,  অনুষ্ঠা‌নের সভাপ‌তিত্ব ক‌রেন সংস্থার নির্বাহী পরিচালক জনাব আ‌নোয়ার হে‌া‌সেন স‌্যা‌র। অনুষ্ঠা‌নে বক্তারা সকল ছাত্র, ছাত্রী‌দের ভাল মানুষ, মান‌বিক ও আদর্শ মানুষ হওয়ার পরামর্শ প্রদান ক‌রেন। অনুষ্ঠা‌নের সভাপ‌তি হীড বাংলা‌দে‌শের প‌ক্ষে সকল‌কে শু‌ভেচ্ছা ও অ‌ভিনন্দন জানান। সক‌লের প্রত‌্যাশা ‌প্রিয় প্রতিষ্ঠান হীড বাংলা‌দে‌শের ম‌ান‌বিক সেবা ও মানবতার সেবা সর্বত্র বিস্তৃত হোক।