lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ২৬ জুন, ২০২৩
Last Updated 2023-06-26T12:43:57Z
জেলার সংবাদ

ধামইরহাটে আইজিএ প্রকল্পের প্রশিক্ষনার্থীদের মাঝে চেক বিতরণ

Advertisement

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে আইজিএ প্রকল্পের প্রশিক্ষনার্থীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। ২৬ জুন দুপুরে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত আয়বর্ধক কর্মসূচি (আইজিএ) প্রকল্পের আওতায় ১৮ তম ব্যাচের ফ্যাশান ডিজাইন ট্রেডের ২৫ জন ও মাশরুম,ভার্মিকম্পোস্ট ও মৌচাষ ট্রেডের ২৫ সহ মোট ৫০ জনের প্রত্যেককে ১২ হাজার টাকার চেক প্রদান করেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান আলী, আওয়ামীলীগ নেতা টুকু প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান জানান, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনায় আগ্রহী বেকার ও কর্মপ্রত্যাশী এবং নিজ উদ্যোগী দরিদ্র নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে দেশের প্রতিটি উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে বিভিন্ন সময়ে ট্রেড ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে এবং প্রশিক্ষনার্থীদের নির্ধারিত হারে ভাতাও প্রদান করা হয়, যাতে করে তারা স্বাবলম্বী হতে পারে।