lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ৩ জুন, ২০২৩
Last Updated 2023-06-03T13:44:50Z
জাতীয়

পোশাক শিল্পে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের উদ্ভাবনী কাজে লাগাতে হবে: বিজিএমইএ সভাপতি

Advertisement

গোলাম রাব্বি :

বৈশ্বিক মন্দায় পোশাক শিল্পের ধাক্কা সামলাতে দেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের উদ্ভাবনী শক্তি কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন পোশাক শিল্প উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ'র সভাপতি ফারুক হাসান। 

শুক্রবার (২ জুন) পেশাজীবী সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ওয়াশিং টেকনোলজিস্ট ফাউন্ডেশনের (বিজিডব্লিউটিএফ) ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।  

বিজিএমইএ সভাপতি বলেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দায় প্রচলতি বাজারগুলোতে বাংলাদেশের রপ্তানি চ্যালেঞ্জের মুখে পড়েছে।

এ অবস্থায় পোশাকের ন্যায্য দাম পাওয়াও কঠিন হয়ে গেছে। তাই বৈশ্বিক মন্দায় পোশাক শিল্পের ধাক্কা সামলাতে দেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের উদ্ভাবনী শক্তি কাজে লাগাতে হবে।

সংকট উত্তরণে বিজিডব্লিউটিএফ'র প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী মেহেদি হাসান বলেন, বস্ত্রশিল্পের প্রকৌশলীদের মেধা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে অপচয় কমিয়ে আনতে হবে।

সংগঠনটির সভাপতি আব্দুস সালাম চলমান সংকট নিরসনে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের পেশাগত দক্ষতা বাড়াতে উদ্যোগী হওয়ার আহ্বান জানান।

সংগঠনটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহসিন শিশির বলেন, ওয়াশিং টেকনোলজিস্টদের দক্ষতাই পারে পানির অপচয় কমিয়ে কাপড়ের গুণগত-মান রংয়ের উজ্জ্বলতা বাড়াতে। যা পোশাক ক্রেতাদের কাছে বাংলাদেশের ভাবমূর্তি বাড়াতেও সহায়তা করবে। 

ডেনিম সল্যুশন লিমিটেডের সহায়তায় দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির সদস্যরা নিজের মধ্যে পেশাগত অভিজ্ঞতা বিনিময় করেন।