lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
Last Updated 2023-06-27T12:52:41Z
জেলার সংবাদ

পঞ্চগড়ে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান আমিরুল ইসলাম

Advertisement

আছমা আক্তার আখি পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষ্যে  জেলার সর্বস্তরের জনগণ, ব্যবসায়ী ও রাজনৈতিক অঙ্গনের সকল নেতাকর্মী  সবাইকে ঈদের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন, পঞ্চগড় জেলার মা মাটি ও মানুষের সেবক পঞ্চগড় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা জনাব, আমিরুল ইসলাম।সকলকে শুভেচ্ছা বার্তায় তিনি বলেন: বছর ঘুরে আবারও আমাদের মাঝে এসেছে মুসলমানদের বড় উৎসব কোরবানির  ঈদ উল আযহা।

পবিত্র ঈদুল আযহা কে সামনে রেখে আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি মানুষের প্রাণে নতুন প্রাণের সঞ্চার শুরু হোক একই দিগন্তজুড়ে। হৃদয়ে সবই একই  একথা স্মরণ হোক খুশীর প্রতিটি পলকে।পরিশেষে তিনি দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং পঞ্চগড়ের  সকল মানুষের সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে পবিত্র ঈদ উল আযহা পশু কোরবানির মধ্য দিয়ে ত্যাগের শিক্ষাকে ধারণ করে সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। সেই সাথে তিনি দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য সকলের দোয়া কামনা করেন।

তিনি আরো বলেন, ঈদ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে, সব মানুষকে পবিত্র ঈদুল আজহার সৌহার্দ্য-সম্প্রীতি আর ভ্রাতৃত্বের মহিমান্বিত আহ্বানে সকলে শান্তি ভরে উঠুক প্রতিটি মানুষের হৃদয়।ঈদ সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, সমৃদ্ধিও ভ্রাতৃত্ব।

প্রতি বছর ঈদ আমাদের জীবনের সব আনন্দ, প্রেম-প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে আসে। পবিত্র ঈদ উল আজহার মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক সকল মুসলিম উম্মার জীবন। পবিত্র ঈদুউল আযহার এই আনন্দময় দিনে মানুষের প্রীতি ও বন্ধনের মাধ্যমে হিংসা, বিদ্বেষ ভূলে প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়া। তিনি আরো বলেন, পাশাপাশি সারা বাংলাদেশে উদযাপিত হবে মুসলিম বিশ্বের বৃহত্তম এই উৎসব ঈদের এই দিনটিতে ধনী-গরিব, নির্বিশেষে সবাইকে এক কাতারে দাঁড় করায়। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে সবার বাড়ি বাড়ি ও গ্রামগঞ্জে, সারা বাংলায়, সারা বিশ্বে। এ দিন সকল শ্রেণিপেশার মানুষ ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন। সবার মধ্যে গড়ে তুলে সৌহার্দ, সম্প্রীতি ও বন্ধন। ইসলামের  তাৎপর্য মানবতার মুক্তির দিশারি হিসেবে দিকে দিকে ছড়িয়ে পড়ুক শান্তি ।