lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ৪ জুন, ২০২৩
Last Updated 2023-06-04T08:57:58Z
জেলার সংবাদ

মাদারগঞ্জে স্কুল ও মাদ্রাসার সভাপতি,প্রধান শিক্ষক ও সহকারী প্রধানদের নিয়ে দিনব্যাপি কর্মশালা

Advertisement

মাদারগঞ্জ ( জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার সভাপতি, প্রধান শিক্ষক ও সহকারী প্রধানদের  পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) স্কিম সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি) শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনু্ষ্ঠিত হয়েছে। রবিবার ( ৪ জুন) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে পরিষদের খরকা হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিলের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা মোঃ তৌফিকুল ইসলাম খালেকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা শিক্ষা অফিসার মনিরা মুস্তারি ইভা,মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সমসাদ আরা রেবা প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন মাদারগঞ্জ আব্দুল আলী মির্জা কাশেম ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মোঃ গোলাম রব্বানী এ বালিজুড়ি ফাজেল মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই বুলু। দিনব্যাপি এ কর্মশালায় প্রশিক্ষণ করান জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মোঃ কামরুজ্জামান। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার সাবেরি শারমীন।  এ সময় বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি,অধ্যক্ষ,প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকসহ প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।