lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ২৬ জুন, ২০২৩
Last Updated 2023-06-26T12:39:35Z
জেলার সংবাদ

নওগাঁয় সদর উপজেলার ৮৯০ কৃষকের মধ্যে কৃষি প্রনোদনাস্বরুপ বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন

Advertisement

কামাল উদ্দিন টগর,নওগাঁ প্রতিনিধি : 

নওগাঁয় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মধ্যে কৃষি প্রনোদনা হিসেবে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে। 

সোমবার দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ও রাসায়নিক সার বিতরন করেন সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সদর উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে বীজ ও রাসায়নিক সার বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর্জা ইমাম উদ্দিন। 

এ সময সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মনরুল ইসলাম,  উপজেলা ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ আক্তার নাইস বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে চলতি মওসুমে  সদর উপজেলার ৭২০ জন রোপা আমন চাষীদের প্রত্যেককে ৫ কেজি করে বীজ, ১০কেজি করে ডিএপি এবং ১০ কেজি করে এমওপি সার প্রদান করা হয়।

১৫০ জন গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষীদের প্রত্যেককে ১ কেজি করে বীজ, ২০ কেজি করে ডিএপি এবং ২০ কেজি করে এমওপি সার দেয়া হয়।

হাইব্রীড রোপা আমন চাষের ক্ষেত্রে ২০ জন কৃষকের প্রত্যেককে কেবলমাত্র ২ কেজি করে বীজ প্রদাননকরা হয়েছে।