Advertisement
আরিফুল ইসলাম, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার মাধাইনগর এলাকা থেকে বিদেশে পাঠানো নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ ও মানবপাচার মামলার আসামী নজরুল ইসলামকে আটক করেছে তাড়াশ থানা পুলিশ। গতকাল রবিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আরও একজন আসামী রবিউল ইসলাম পলাতক রয়েছে।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গত রবিবার রাত ১টার দিকে মানব পাচার মামালায় ১জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মাধাইনগর এলাকার রবিউল ইসলাম ও নজরুল ইসলামের বিরুদ্ধে বিদেশ পাঠানোর নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ এবং মানবপাচারের দায়ে সিরাজগঞ্জ আদালতে মামলা করেন একই গ্রামের দেলোয়ার হোসেন নামে একজন। এর সূত্র ধরে পুলিশ অভিযান চালিয়ে নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। অপরজন পলাতক রয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হবে।