lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ৩ জুন, ২০২৩
Last Updated 2023-06-03T05:44:27Z
জেলার সংবাদ

সালথার জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত

Advertisement

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের সালথা উপজেলার জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জুন) সকাল ১০ টায় বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

অত্র বিদ্যালয়ের সভাপতি ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (এস্টেট ভূমি), যুগ্মসচিব মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিরাজ আলী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোশাররফ তালুকদার, মাহবুব মাতুব্বর, মুন্নু মোল্যা, রোকন খানসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

এসময় সভাপতির বক্তব্যে যুগ্মসচিব মোহাম্মদ নুরুল ইসলাম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক এই তিন শ্রেনীর সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার গুণগত মান উন্নত করার জন্য সর্বচ্চ চেষ্টা করা হচ্ছে। আপাতত জেলার শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আমাদের টার্গেট থাকবে। সেই অনুপাতে সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে।