Advertisement
ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের চরভদ্রাসনে গত কয়েকদিনের টানা তাপদাহের সঙ্গে সঙ্গে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং। চব্বিশ ঘন্টার মধ্যে লোডশেডিং হচ্ছে দশ থেকে বারো বার। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
ঘন ঘন লোডশেডিংয়ের কারণে ব্যবসা-বাণিজ্যসহ সব ক্ষেত্রেই স্থবরিতা বিরাজ করছে। বিদ্যুৎ না থাকার কারণে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার গ্রাহক।
প্রচন্ড গরমে সবচেয়ে বেশি বিপদে রয়েছেন শিশু ও বয়স্করা।এদিকে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে বিভিন্ন ব্যাবসা-প্রতিষ্ঠান ও কারখানায় উৎপাদন কমে গেছে।
উপজেলার স'মিল, রাইচমিল সহ অন্যান্য কারখানা মালিক ও ব্যবসায়ীরা জানান, লোডশেডিংয়ের কারণে মিল-কারখানায় উৎপাদন কমে যাচ্ছে। দোকানে বেচা-বিক্রি হচ্ছে না। ফলে তারা লোকসানের আশঙ্কা করছেন।
উপজেলা সদরের বাসিন্দা প্রবির, সালাম ও গাজিরটেক ইউনিয়নের বাসিন্দা রাকিব বলেন, আধা ঘণ্টা পর পর বিদ্যুৎ যাওয়া-আসা করায় ব্যবসা প্রতিষ্ঠানে ক্রেতার সংখ্যা অনেক কমে গেছে।
বিদ্যুতের এমন লোডশেডিং চরম বেকায়দায় ফেলে দিয়েছে ক্রেতা-বিক্রেতাদের। প্রচণ্ড গরম আর লোডশেডিংয়ের কারণে শিশু ও বৃদ্ধরা অসুস্থ হয়ে পড়ছেন।
এদিকে ঘন ঘন লোডশেডিং হওয়ায় হাসপাতালের রোগী এবং তাদের স্বজনরা চরম অস্বস্তিতে রয়েছেন।
উপজেলায় লোডশেডিংয়ের বিষয়ে জানতে চাইলে, চরভদ্রাসন পল্লি বিদ্যুতের (সাব জোনাল) অফিস জানান, বিদ্যুতের উৎপাদন কম হওয়ায় উপজেলায় এরকম ঘনঘন লোডশেডিং হচ্ছে। শুধু চরভদ্রাসনেই না, সারাদেশেই এই লোডশেডিংয়ের সমস্যা চলছে বলে কর্মকর্তারা জানান।
এদিকে লোডশেডিং থেকে উপজেলাবাসীর কবে উত্তরন মিলবে জানতে চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার কোন সদুত্তর দিতে পারেনি।