lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ২ জুন, ২০২৩
Last Updated 2023-06-02T10:49:13Z
অপরাধ

ধামইরহাটে রাস্তার উপর বাড়ী নির্মানের অভিযোগ

Advertisement

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে রাস্তার উপর বাড়ী নির্মানের অভিযোগ পাওয়া গেছে। সরকারি নিয়ম নীতিকে তোয়াক্কা না করে নিজ ইচ্ছায় রাস্তার জমিতে বাড়ী নির্মান করায় স্থানীয়দের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। সম্প্রতি উপজেলার খেলনা ইউনিয়নে এমন অভিযোগ পাওয়া গেছে। অভিযোগকারী আমজাদ হোসেন মোল্লার অভিযোগসূত্রে ও ১ জুন বিকেলে সরেজমিন গিয়ে জানা যায়, উপজেলার খেলনা ইউনিয়নের অধীন রসপুর গ্রামের মৃত নমির উদ্দিনের ছেলে তহিদুল ইসলাম বাড়ী নির্মানের সময় রাস্তার জমির অংশে আরসিসি পিলার উত্তোলন করেন। এই বিষয়ে রসপুর গ্রামের মৃত আব্দুর রহিম মোল্লার ছেলে আমজাদ হোসেন মোল্লা বাদী হয়ে ধামইরহাট থানা ও ভূমি অফিসে পৃথক ভাবে অভিযোগ দায়ের করলে ভূমি অফিসের সার্ভেয়ার ময়নুল ইসলাম কর্তৃপক্ষের নির্দেশনামতে পরিমাপ করে সরকারি জায়গায় বাড়ী নির্মানের সত্যতা পান এবং সীমানা নির্ধারণ করে খুটি দিয়ে আসেন। ভুক্তভোগী মেহেদী হাসান বলেন, এই বাড়ী নির্মান হলে রাস্তাটি দিয়ে চলাচলের ব্যাপক অসুবিধা হবে।

অভিযুক্ত তহিদুল ইসলাম বলেন, আমার বাড়ীর চারিধারে আমার জমির উপরই রাস্তাগুলো নির্মান হয়েছে, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, মাপযোগে রাস্তার জমি আমার বাড়ীর অংশে আসলে আমি তা অপসারণ করে নিব।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম জানান, অভিযোগের প্রেক্ষিতে ভূমি অফিসের সার্ভেয়ারকে সরেজমিন মাপযোগে রিপোর্ট করতে বলা হয়েছে, সার্ভেয়ারের রিপোর্ট হাতে পেলে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

স্থানীয় মৃত মফিজ উদ্দিনের ছেলে সেকেন্দার আলী সহ অনেকের দাবী, শুধু একটি নয়, সকল রাস্তায় সংস্কার করা হোক আমরা সেটা চাই, কারও পুকুর সরকারি রাস্তা খেয়ে ফেলছে, সেটিও দায়িত্বশীলদের নজরে আসা উচিত।