lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ৫ জুন, ২০২৩
Last Updated 2023-06-05T14:16:57Z
জাতীয়

বগুড়ায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

Advertisement

মোঃ ফরহাদ হোসেন, বগুড়া প্রতিনিধিঃ 

বগুড়ায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। ৫ জুন সোমবার সকাল ১১ টায় দিবসটি উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য "সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ"। জেলা পরিষদ চত্ত্বর থেকে র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালী শেষে পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয় বগুড়ার আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় পরিবেশ অধিদপ্তরের  রাজশাহী বিভাগীয় পরিচালক মুহাঃ আহসান হাবিব (উপসচিব) এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, প্লস্টিক আমাদের পরিবেশ মারাত্মক ভাবে দুষণ করছে। এখন মায়ের দুধেও প্লাস্টিকের অস্তিত্ব পাওয়া যাচ্ছে। এটা আমাদের জন্য বিপদ সংকেত। বাংলাদেশে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে না পারলে সামনে কঠিন বিপদ অপেক্ষা করছে।

সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা পুলিশ সুপার স্নিগ্ধ আখতার, জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক রাজিয়া সুলতানা।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে চিত্রাংকণ প্রতিযোগিতার পুরস্কার বিতরন করা হয়।