Advertisement
মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর বাজার এলাকায় মহাসড়কের পাশের জনসাধারণের জন্য ব্যহহৃত সরকারি জায়গা অবৈধভাবে দখল করার চেষ্টা করে সালন্দর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: আব্দুস ছাত্তার কর্তৃক জবর দখলের প্রতিবাদে মানববন্ধন পালন করা হয়। ১১ জুন রোববার সকালে সালন্দর বাজার এলাকায় ঘন্টাব্যাপী এ মানববনধন পালিত করা হয় ।
ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের চৌধুরীহাট এলাকার সর্বস্তরের জন সাধারণের আয়োজনে আশপাশের শতাধিক মানুষজন মানববন্ধন অংশ নেন। এ সময় মানববন্ধনে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সিনিয়র সহ -সভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতি মো: গোলাম রব্বানী, সালন্দর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহাবুবুর রহমান (মাহবুব) , সালন্দর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মো: আফজাল হোসেন, স্থানীয় সাবেক ইউপি সদস্য মো: নজরুল ইসলাম, আদিবাসী ফাতেমা ঋষি প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সালন্দর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: আব্দুস ছাত্তার সালন্দর বাজারে মহাসড়কের পাশের সরকারি জায়গা অবৈধভাবে জবর দখলের চেষ্টা করেছেন । অর্থের লোভে সেখানকার অস্থায়ী শ্রমকর্মীজীবীর কর্মস্থল জায়গা জবর দখল করার কাজে লিপ্ত রয়েছেন সালন্দর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার । তিনি মূল সড়কের প্রায় ৫ ফিট দূরেই কাটা তারের বেড়া লাগিয়ে উল্লেখিত সরকারি জায়গা দখলের চেষ্টা করেছেন। এতে করে রাস্তার পাশের সামান্য এ জায়গায় একটি গাড়ি দাড়ালে এখানকার প্রাইমারী, মাধ্যমিক স্কুল ও কলেজের হাজার হাজার শিক্ষার্থীদের মহাসড়কের উপর দিয়ে যাতায়াত করতে হবে। এতে করে দুর্ঘটনার সম্ভাবনা থাকে। এছাড়াও উল্লেখিত সরকারি জায়গার পেছনের অংশে বেশ কয়েকজন গরিব অসহায় মানুষ দিন এনে দিন খাওয়া ছোটখাটো ব্যবসা করে দিনাতিপাত করে আসছিলেন। তাদের কাছে সালন্দর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: আব্দুস ছাত্তার অর্থ দাবি করেন । অর্থ না পেয়ে এ ঘটনা ঘটিয়েছেন। অথচ পাশ্ববর্তী স্বচ্ছল বেশকিছু দোকানদারদের অংশে কোন ধরনের বেড়া দেওয়া হয়নি। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সরকারি জায়গা অবৈধ দখল মুক্ত করতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের দৃষ্টি আকষৃন করছি।