Advertisement
মাসুদুর রহমান মোর্শেদ, বাকেরগঞ্জ প্রতিনিধিঃ
বরিশালের বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ঘায়েল করতে ২টি কুড়ে আগুন দিয়ে প্রায় অর্ধলক্ষ টাকার ক্ষয়ক্ষতি করার অভিযোগ পাওয়া গেছে।
২ জুন শুক্রবার বাকেরগঞ্জ উপজেলার ১৩ নং পাদ্রীশিবপুর ইউনিয়নের আড়াইবেকী গ্রামে এই ঘঠনা'টি ঘটে ।অগ্নিকাণ্ডের ঘটনায় বাকেরগঞ্জ থানায় আশ্রাফ আলী আকন বাদী হয়ে তিনজনকে বিবাদী করে একটি অভিযোগ দায়ের করেন অভিযোগ শুত্রে জানা যায়।
শামসের আলী আকন (৫০) পিতা-মৃত সৈদাম আলী আকন ২। মোঃরাসেল আকন(৩০) ৩। রাকিব আকন (২৫),উভয়ের পিতা-শামসের আলী আকন।
ভুক্তভোগী আশ্রাব আলী আকন সাংবাদ মাধ্যম কে জানান , বিবাদীরা আমরা একই বাড়ির লোক।তাহারা আইন কানুন এর তোয়াক্কা করে না।তাহারা পেশি শক্তি বলে অযথাই বিভিন্ন রকমের ঝামেলা সৃষ্টি করে। বিবাদীরা আমার সম্পর্কে ভাই ও ভাইয়ের ছেলে । বিবাদীদের সাথে পূর্ব থেকেই জমি জমা নিয়ে বিরোধ চলিয়া আসিতেছিল। অদ্য শুক্রবার সকাল ৯ ঘটিকার সময় বিবাদীদের সাথে জমিজমার বিষয় নিয়ে স্থানীয় বিভিন্ন গন্যমান্য ব্যক্তিরা আপোষমীমাংসা চেষ্টা করিলেও বিবাদীরা শালিস বৈঠকে বসতে ইচ্ছুক না থাকায় সালিশ বৈঠকে সম্ভব হয়নি । তারা শালীর বৈঠকে না বসে রাতের আধারে পূর্ব পরিকল্পনার অনুযায়ী আমার দুটি কুটার কুরে আগুন দেয়। রাত অনুমান ৮ ঘটিকার সময় আমি আমার পুরান বাড়ি যাবার সময় মোঃ ফাহিম আকন সহ অন্য অন্য আসামিদের দেখি আমার কুটার কুরেরপাশে ঘোড়া ঘুড়ি করে তার কি ছু সময় পরে দেখি আমার কুটার কুরে আগুন জ্বলে আমি ও আমার ঘরের লোক জন ডাক চিৎকার দিয়ে দৌড়ে আসলে আমাদের দেখতে পাওয়ায় বিবাদীরা দৌড়ে পালিয়ে যান। আমাদের ডাকচিৎকার শুনে আশে পাশের লোকজন আসিয়া আগুন নিভানোর চেষ্টা করে।আগুন নিভাতে নিভাতে খরের পালা পুড়ে ছাই হয়ে গেছে। সন্ত্রাসীদের দেয়া আগুনে ২টি কুটার কুর পুরে প্রায় অর্ধ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়।
এ,বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান সংবাদ মাধ্যম কে জানান,কুটার কুর পোড়ার ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।