lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ১১ জুন, ২০২৩
Last Updated 2023-06-11T11:21:03Z
অপরাধ

মান্দায় জমি নিয়ে সংঘর্ষে আহত ৭

Advertisement

আল আমিন স্বাধীন মান্দা (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর মান্দায় জমি জবরদখলের সময় বাধা দেওয়ায় উভয়পক্ষের সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে উপজেলার পরানপুর গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। 

সংঘর্ষে আহতরা হলেন, মিছরি মন্ডল (৬০), সাহেব আলী মন্ডল (৫৪), ফাতেমা বেগম (৪০), লতা বেগম (৩০), জুবায়ের হোসেন (১৫), মকছেদ আলী মোল্লা (৬০) ও মোর্শেদা বেগম (৪০)। আহতরা মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় বাসিন্দা শমসের আলী জানান, বসতভিটার জমি নিয়ে পরানপুর গ্রামের ইদ্রিস আলী গংদের সঙ্গে প্রতিবেশি মকছেদ আলী গংদের দীঘদিন ধরে বিরোধ চলছিল।  বিষয়টি নিয়ে একাধিকবার সালিস হলেও তা নিষ্পত্তি হয়নি। শনিবার বিকেলে বিবাদমান সম্পত্তি জবরদখল করে মকছেদ পক্ষরা স্থাপনা নির্মাণের চেষ্টা করলে অপরপক্ষ বাধা দেন। এনিয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

চিকিৎসাধীন মিছরি মন্ডল বলেন, ‘বিবাদমান সম্পত্তি ৩৪ বছর ধরে ভোগদখর করছি। আদালত আমাদের অনুকুলে একাধিকবার রায়ও দিয়েছে। সেই রায় আমান্য করে প্রতিপক্ষরা জোরপূর্বক সেখানে ইট দিয়ে পাকা স্থাপনা নির্মাণের চেষ্টা করে। বাধা দেওয়ায় প্রতিপক্ষরা দেশিয় অস্ত্র দিয়ে আমাদের লোকজনদের বেধড়ক মারধর করেছে।’

প্রতিপক্ষের মকছেদ আলী মোল্লার স্ত্রী মুক্তা পারভীন দাবি করেন, ‘বসতবাড়ি সংলগ্ন জায়গাটি দীঘদিন ধরে আমরা ভোগদখল করছি। শনিবার সেখানে ইট দিয়ে প্রাচীর নির্মাণের কাজ করা হচ্ছিল। এসময় প্রতিপক্ষরা সেখানে এসে বাধা দেন। এনিয়ে উভয়পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ আলম সিদ্দিকী বলেন, ৯৯৯ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।