lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ৩০ জুন, ২০২৩
Last Updated 2023-06-30T11:02:18Z
দুর্ঘটনা

ভোলায় ট্রলারডুবির পাঁচ দিন পর ৫ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ-২

Advertisement

আশিকুর রহমান শান্ত,ভোলা প্রতিনিধি 

ভোলার চরফ্যাশন উপজেলায় সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায় জেলেদের ট্রলারডুবির ঘটনার পাঁচ দিন পর শুক্রবার ৫ জেলের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রলারডুবির এ ঘটনায় চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ৬ জেলে চিকিৎসাধীন আছেন। এরা দীর্ঘ ৫ দিন সাগরে ভেসে ছিলেন। এদের সাথের দুই জেলে এখনো নিখোঁজ রয়েছে। সাগরে তাদের কে জীবিত অথবা মৃত উদ্ধারের চেষ্টা চলছে, তবে দীর্ঘ ৫ দিন অতিবাহিত হওয়ার কারণে তাদেরকে আর জীবিত উদ্ধারের আসা নেই বলে জানিয়েছেন অনেকেই।

শুক্রবার (৩০ জুন) দুপুর ১টার দিকে বঙ্গোপসাগরের মোহনা থেকে এই মরদেহগুলো উদ্ধার করা হয়। চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রিপন কুমার সাহা এই তথ্য নিশ্চিত করেন ‌।

ব্যবসায়ী রিপন বলেন, আহত, নিহত ও নিখোঁজ সবার বাড়ি চরফ্যাশনে। তবে তিনি তাদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি। সাগরে মাছ ধরা নিষেধাজ্ঞা থাকলেও ওই জেলেরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সাগরে মাছ ধরতে গিয়েছিল।

স্থানীয়দের সূত্রে জানা যায়, গত ২৫ জুন ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায় ১৩ জেলে। একদিন পর অর্থাৎ ২৪ জুন শনিবার সাগর উত্তপ্ত থাকায় ট্রলারটি ডুবে যায়। এতে ১৩ জেলে নিখোঁজ হয়। গতকাল বৃহস্পতিবার সকালে ২ জেলে ভেসে মনপুরার একটি চরে এসে পৌঁছায়। এরপর তাদের কে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর আজ সকালে আরও চার জেলে চরফ্যাশনে ভেসে আসেন। তাদেরকেও উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের কাছ থেকে খবর পেয়ে স্থানীয় জেলে ও আড়তদাররা ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে যায়। বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্টে খোঁজাখুঁজি করে দুপুর ১ টা পর্যন্ত ৫ জেলের মরদেহ উদ্ধার করা হয়।