lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
Last Updated 2023-06-27T14:25:43Z
আত্মহত্যা

ঠাকুরগাওয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

Advertisement

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস লাগিয়ে দুলাল ইসলাম (৫৩) নামে এক ব্যক্তির মৃুত্য হয়। ২৬ জুন সোমবার রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের ইয়াকুবপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরদিন ২৭ জুন মঙ্গলবার দুলাল ইসলামের ছেলে মো: রমজান আলী (১৯) ঠাকুরগাঁও সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। মামলার বিবরণে জানা যায়, ঘটনার দিন দুলাল ইসলাম পাশ্ববর্তী বাজারে যান। বাজার থেকে রাতে বাসায় ফেরার পর পুনরায় বাড়ি থেকে বের হয়ে নিরুদ্দেশ হন। পরে দুলালের স্ত্রী তাকে বিভিন্ন স্থানে খোজাখুজি করে, না পেয়ে বিষয়টি তার ছেলে রমজান আলীকে মোবাইল ফোনে জানান, আবার বাড়ির আশপাশ সহ বিভিন্ন স্থানে খোঁজাখুজির এক পর্যায়ে পাশ্ববর্তী  আম বাগানের একটি গাছের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান ।