lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
Last Updated 2023-06-08T10:02:02Z
জেলার সংবাদ

নগরকান্দায় খামারীদের মাঝে উন্নত জাতের ঘাস চাষ প্রদর্শনীর নগদ অর্থ ও উপকরণ বিতরণ

Advertisement

সৈয়দ তারেক মো.আব্দুল্লাহ্ঃ

ফরিদপুরের নগরকান্দায় প্রাণিপুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের আওতায় সুফল ভোগী খামারীদের মাঝে নগদ ৫ হাজার টাকা অনুদান ও ১০ শতাংশ জমিতে নেপিয়ার পাকচং-১ জাতের ঘাস রোপনের জন্য প্রদর্শনী প্লটের সাইন বোর্ড বিতরণ করা হয়েছে। 


৮ জুন (বৃহস্পতিবার)সকাল ১০ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কনফারেন্স রুমে ১০জন সুফল ভোগি খামারীদের মাঝে নগদ অর্থ ও উপকরণ বিতরণ করেন নগরকান্দা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সাইফুল ইসলাম। 

প্রজেক্টরের মাধ্যমে এ সময় সুফল ভোগী খামারীদের নেপিয়ার পাকচং-১ ঘাস চাষের পদ্ধতি, উপকারিতা, কিভাবে স্বল্প জমিতে ঘাস চাষ করে খামারে স্বাবলম্বী হওয়া যায় এ নিয়ে আলোচনা করা  হয়।

এ সময় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ বুলবুল আহমেদ, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো.মুকুল মৃধা,মো.মিজানুর রহমান, দাউদুজ্জামান দাউদ,এফ এ ইকবাল হোসেন, সিইএ মো.সালাউদ্দিন মোল্যা প্রমুখ।