lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ৫ জুন, ২০২৩
Last Updated 2023-06-05T09:31:41Z
জেলার সংবাদ

গৌরীপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

Advertisement

মোঃ মোরসালিন ময়মনসিংহ গৌরীপুর প্রতিনিধি

প্লাষ্টিক দূষণের সমাধানে সামিল হই সকলে" এই প্রতিপাদ্য সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।

সোমবার (৫ জুন) অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন এর সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন দেবনাথ এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খাঁন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র নাজিম উদ্দিন, গৌরীপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবু কাউছর চৌধুরী রন্টি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু, স্কুল শিক্ষার্থী সিনথিয়া প্রমুখ।

আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে ফলজ ও ঔষধি গাছ রোপন করা হয়।