lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
Last Updated 2023-06-27T14:34:31Z
নির্বাচন

দুমকিতে ইউপি নির্বাচন, প্রতীক পেয়ে জমে উঠেছে প্রচারণা

Advertisement

মোঃ রিয়াজুল ইসলাম, পটুয়াখালী প্রতিনিধি:  

আগামী ১৭ই জুলাই পটুয়াখালীর দুমকিতে দুই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সর্বমোট ৭ প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়ে নির্বাচনী এলাকায় সরব প্রচার প্রচারণা চালাচ্ছেন। 

কুরবানির ঈদ উপলক্ষে দূর দূরান্ত থেকে গ্রামে আগত সাধারণ ভোটারদের সাথে আলাপকালে জানা গেছে, দুই ইউপি নির্বাচনের ফলাফল আগে ভাগে অনুমান করা বেশ কঠিন। কারন এবারে কোন প্রার্থীই এককভাবে মাঠ দখল করতে পারেন নি। তাঁরা আরও জানান, সমানে সমানে লড়াই হবে নিশ্চিত। তবে এর মধ্যে যে প্রার্থী নতুন ভোটারদের সমার্থন আদায়ে সক্ষম হবেন তাঁর চান্স খুব বেশি। 

উপজেলা নির্বাচন অফিসার সুমন মিয়া সূত্রে জানা গেছে, সোমবার  (২৬জুন) সকাল ১১টায়  প্রার্থীদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ দেয়া হয়। এতে চেয়ারম্যান পদে শ্রীরামপুর ইউনিয়নে আ'লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম(ছালাম) পেয়েছেন নৌকা প্রতীক। উপজেলা কৃষক লীগের আহ্বায়ক ও আ'লীগের বিদ্রোহী প্রার্থী আলহাজ্ব আজাহার আলী মৃধা পেয়েছেন আনারস প্রতীক।  এছাড়াও আজাহার আলী মৃধা'র ছেলে মাহমুদুল হাসান পেয়েছেন ঘোড়া প্রতীক। অপরদিকে লেবুখালী ইউনিয়নে ৪ প্রার্থী'র মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তুহিন পেয়েছেন নৌকা প্রতীক, সদ্য আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে স্বতন্ত প্রার্থী দেলোয়ার হোসেন মোল্লা পেয়েছেন অটোরিকশা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জহিরুল ইসলাম পেয়েছেন ঘোড়া প্রতীক এবং অপর এক স্বতন্ত্র প্রার্থী মোঃ জলিল  তালুকদার পেয়েছেন আনারস প্রতীক। 

এছাড়াও এ দুই ইউনিয়নে ইউপি সদস্য ও সংরক্ষিত ইউপি সদস্য প্রার্থীরাও বেশ জোরালো ভাবে মাঠে আছেন। 

উঠান বৈঠক, কমিটি গঠন ও ঝড় বৃষ্টি উপেক্ষা করে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট ও সমর্থন আদায়ে তাঁদের সোচ্চার হতে দেখা গেছে। কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন। ইতি মধ্যে লেবুখালী ও শ্রীরামপুর ইউনিয়নের হাট বাজার, দোকান-পাট, পাড়া-মহল্লা পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে। 

অপরদিকে ভোটাররাও কে কোন প্রার্থী'র পক্ষে কাজ করবেন তা নিয়েও বেশ চাঙ্গা হতে দেখা গেছে।