lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১২ জুন, ২০২৩
Last Updated 2023-06-12T04:31:49Z
জেলার সংবাদ

বাগান দেখতে গিয়ে সাপের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু

Advertisement

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের নবাবগঞ্জে বিষধর সাপের কামড়ে সামসুল হক (৪০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের দাড়িয়া বাজার (মোগরাপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। মৃত. সামসুল হক ওই গ্রামের মো. জহির উদ্দিনের ছেলে। 

মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান মোঃ ছালে উদ্দিন জানান, শনিবার সন্ধ্যায় আম বাগানে পাহারাদারকে ভাত দিতে গেলে সামসুল হককে একটি সাপ কামড় দেয়। পরে বাড়ি ফিরে জানালে পরিবারের সদস্যরা তাকে প্রথমে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে সাপের বিষের ওষধ আন্টি ভেনাম না থাকায় কর্তব্যরত চিকিৎসক সামসুল হককে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে দিনাজপুরে নেয়ার পথে সে মারা যায়।

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান বলেন, রাতের দিকে একটি সাপে কাটা রোগী হাসপাতালে আসে। তবে হাসপাতালে সাপে কাটা রোগীর জন্য আন্টি ভেনাম না থাকায় তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে শুনেছি সে যাওয়ার পথে মারা গেছে।