lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ৭ জুন, ২০২৩
Last Updated 2023-06-07T14:59:33Z
জেলার সংবাদ

মনোহরদীর একটি স্কুলে নেই কোন গেট, ঝুঁকিতে শিক্ষার্থীরা

Advertisement

হাজী জাহিদ 

নরসিংদীর মনোহরদী উপজেলার একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সীমানা দেয়াল নির্মিত হলেও গেটের ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীরা নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে।

উপজেলার পীরপুর ভাটিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মিত হয়েছে। সীমানা দেয়ালও নির্মিত হয়েছে এর। চালাকচর- কটিয়াদী ব্যস্ত সড়কের পাশে এতে ঠিকাদার কর্তৃক গেট নির্মিত হলেও সেটি পুরনো ভবনের আড়ালে থাকার কারনে অকার্যকর ও অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে।

এ গেটের পাশাপাশি স্কুলের উত্তর পার্শ্বে আরো একটি গেটের জন্য সীমানা দেয়ালের মধ্যে জায়গা ফাঁকা রাখা হলেও সেখানে কোন গেটের অস্তিত্ব নেই। ফলে শিক্ষার্থীরা স্কুল থেকে হুটহাট দৌড়ে বেরিয়ে উত্তর পার্শ্বের রাস্তায় গিয়ে পড়ছে। এতে রাস্তায় চলাচলকারী যানবাহনের কারনে শিক্ষার্থীরা নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। এ ছাড়া ঠ্যালাগাড়ি, ভ্যানগাড়ি ইত্যাদি নানা ঝন্ঝাল অবাধে স্কুলের ভেতরে রেখে স্কুলের পরিবেশ বিনষ্ট করা হয়ে থাকে।

স্কুল কর্তৃপক্ষ জানান, তারা গেট নিয়ে একাধিকবার ঠিকাদারের সাথে কথা বলেছেন, কিন্তু সুরাহা হয়নি। ফলে শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকি নিয়ে তারা দিনাতিপাত করছেন।

এ ব্যাপারে মনোহরদী উপজেলা প্রকৌশলী মীর মাহিদুল ইসলাম জানান, ঠিকাদার তার নির্ধারিত স্থানে গেট নির্মান করেছেন। তবে পুরনো অব্যবহৃত ভবনটি অপসারিত না হওয়ায় সে গেটটি ব্যবহার করা যাচ্ছে না। আর উত্তর পাশের গেটটি স্কুল কর্তৃপক্ষের অনুরোধে অতিরক্ত একটি গেট হিসেবে ঠিকাদারের করে দেয়ার কথা।