Advertisement
মোঃ আজিজুর বিশ্বাস, স্টাফ রিপোর্টার
নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের চর শালিখা গ্রামে কিছু দিন আগে আগুনে পুড়ে যাওয়া ৮ পরিবারের জন্য HMS foundation এর প্রতিষ্টাতা মার্কিন প্রবাসী নড়াইল জেলার কৃতি সন্তান নিয়াজ মাহমুদ ভিকুর ঈদ উপহার।
২৬ জুন সোমবার বিকালে নিয়াজ মাহমুদ ভিকু বিদেশের মাটিতে থেকে ও তার প্রতিনিধিদের চর শালিখা গ্রামে পাঠিয়ে আগুনে পুড়ে যাওয়া পরিবারের সাথে কথা বলে তাদের প্রতিটি পরিবারের জন্য ২ হাজার ৫ শত টাকা করে দিয়েছেন, সর্বমোট ৮ টি পরিবারের জন্য তিনি ২০ হাজার টাকা ঈদ উপহার হিসাবে পাঠিয়ে ওই অসহায় পরিবারদের পাশে দাঁড়িয়েছেন।
নিয়াজ মাহমুদ ভিকুর এই ঈদ উপহার পেয়ে তার জন্য দোয়া করেছেন আগুনে সর্ব শান্ত হওয়া মানুষগুলো, এবং তারা জানিয়েছেন যে বিদেশের মাটিতে থেকে নিয়াজ মাহমুদ ভিকু মোবাইল এবং টিভিতে দেখে আমাদের এই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন আল্লাহ যেন তাকে এরকম অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ করে দেন।
HMS foundation এর প্রতিষ্টাতা মার্কিন প্রবাসী নিয়াজ মাহমুদ ভিকু সাংবাদিকদের মুঠোফোনে জানান, আমি হয়তো তাদের জন্য কিছু করতে পারিনি,আমার সামর্থ্য অনুযায়ী আগুনে পুড়ে যাওয়া পরিবারদের জন্য নগদ কিছু অর্থ ঈদ উপহার হিসেবে পাঠিয়েছি,
তিনি সাংবাদিকদের জানান বিদেশের মাটিতে থেকে দেশের মানবিক কাজে মানুষের পাশে সবসময় থাকার জন্য তিনি চেষ্টা করেন, এলাকার অনিয়ম অন্যায় দুর্নীতির বিরুদ্ধে সবসময় কলম চলে তার,
এছাড়াও তিনি আরও বলেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন হলে তিনি নড়াইল ২ আসনের সংসদ সদস্য প্রার্থী হয়ে নির্বাচন করবেন। এবং নড়াইল জেলার উন্নয়নের জন্য সর্বদা কাজ করবেন বলেও জানান তিনি।