Advertisement
মোঃ রফিকুল ইসলাম,সুজানগর প্রতিনিধি:
পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সীর নির্দেশনায় সুজানগর থানাকে মাদক ও সকল প্রকার অপরাধ মুক্ত করার লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ হান্নান তারই ধারাবাহিকতায় সুজানগর থানার একটি অভিযানিক দল ইং ০১/০৬/২০২৩ তারিখ সুজানগর পৌরসভাধীন চর ভবানীপুর মুজিব বাধ হতে বেকুমোড় গামী পাকাঁ রাস্তার পূর্ব পাশ্বে, ১৩.১৫ ঘটিকায় অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে ৩.০০ গ্রাম মাদকদ্রব্য হেরোইন সহ গ্রেফতার করেন। উক্ত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করত আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মাদক ব্যবসায়ীরা হলোঃ মোঃ আতাউর শেখ(৪৬), পিতা-মৃত কাশেম শেখ ,স্থায়ী: গ্রাম- কোলচরী (পূর্বপাড়া), থানা ও জেলাঃ- পাবনা
মোঃ মান্নান ওরফে ডাল মান্নান(৪২), পিতা-মোঃ ইউসুফ আলী প্রাং ,স্থায়ী: গ্রাম- নারায়নপুর, উপজেলা/ থানা- সুজানগর, জেলা -পাবনা,
মোঃ রবিউল শেখ(২৬), পিতা-মৃত ওয়াজেদ আলী শেখ ,স্থায়ী: গ্রাম- চর ভবানীপুর ,থানা- সুজানগর, জেলা -পাবনা, প্রকাশ্যে যে, উক্ত ১ ও ২ নং আসামীদ্বয়ের বিরুদ্ধে পূর্বে দুটি মাদক মামলা রহিয়াছে।
তথ্যটি নিশ্চিত করেছেন সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ হান্নান।