lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ২ জুন, ২০২৩
Last Updated 2023-06-02T16:52:26Z
জেলার সংবাদ

ঝালকাঠিতে বিএনপি নেতা জামাল'র মায়ের মৃত্যুতে দোয়া অনুষ্ঠিত

Advertisement

আবু সায়েম আকন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও নবম জাতীয় সংসদ নির্বাচনে চার দলীয় জোটের বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম জামালের মা শেফালী বেগমের মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বিকেলে ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়ায় নিজ বাড়ির প্রাঙ্গনে আছর নামাজ শেষে এ দোয়া অনুষ্ঠিত হয়। এতে মায়ের জন্য দোয়া চেয়ে অশ্রুসিক্ত বক্তব্য দেন রফিকুল ইসলাম জামাল, রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরউজ্জামান মনির, জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট শাহাদাত হোসেন, কাঠালিয়া পুর্ব ছিটকি সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইদ্রিস আলী মিয়া, পুটিয়াখালী দারুচ্ছুন্নাত ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোস্তাফিজুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এছাড়াও দলমত নির্বিশেষে বিপুল সংখ্যক এলাকাবাসী দোয়ায় অংশ নেন। 

উল্লেখ্য, গত বুধবার সকালে শমরিতা হাসপাতালে বার্ধক্যজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ঐ দিন বিকেলে বড়ইয়া ডিগ্রি কলেজ মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। বিএনপি নেতার মায়ের মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন ব্যক্তি, সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।