lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ৪ জুন, ২০২৩
Last Updated 2023-06-04T12:15:21Z
জেলার সংবাদ

পঞ্চগড়ে প্রচন্ড রোদের তাপদাহে অস্থির মানুষ, বৃষ্টির দেখা নেই

Advertisement

পঞ্চগড় প্রতিনিধি

বাংলা ২১ জ্যৈষ্ঠ ১৪৩০ রোজ রবিবার  পঞ্চগড়ে প্রচণ্ড তাপদাহে অস্থির মানুষ সহ পশুপাখিরাও। 

এই মাসটিকে আমরা মধুমাস বলে থাকি আম ,কাঁঠাল ,লিচুসহ ভরপুর হয়ে উঠেছে মৌসুমী ফলের বাজার। বাগানে কিংবা সড়ক দিয়ে হেঁটে যেতে বাতাসে ভেসে আসে নানান ফুলের সৌরভ।কিন্তু বর্তমানে রোদের তাপমাত্রা এতটাই বেশি যে তাপদাহে মানুষ সহ পশু- পাখিরাও  অস্থির হয়ে পড়েছে।

আজ রবিবার সংবাদ সংগ্রহের কাজ সেরে আসার পথে চোখে পড়ে দুটি পাখি গরমের ধারনা সহ্য করতে না পেরে একটি পুকুরের জলে হাবু ডুবু খেলছে। সেই সাথে বলছে তাদের ভাষায় কথা, দাঁড়িয়ে থেকে তাদের কথা শুনে ক্যামেরায় বন্দি করে ফেললাম পাখি দুটিকে।

অন্যদিকে কৃষ্ণচূড়া আর জারুল ফুল সৌন্দর্য ছড়াচ্ছে গাছের ডালে ডালে,  স্কুল কলেজ ছুটির শেষে ছাত্রীরা ভিড় জমাতে দেখা গেছে কৃষ্ণচূড়া জারুল ফূল গাছের তলে। প্রচন্ড রোদের গরম হাওয়া।