lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ১২ জুলাই, ২০২৩
Last Updated 2023-07-12T10:13:04Z
জেলার সংবাদ

আদমদীঘি মুরইল বাজারে অজ্ঞাতনামা এক ব্যক্তি লাশ উদ্ধার

Advertisement

হুমায়ূন আহমেদ স্টাফ রিপোর্টার, আদমদীঘি বগুড়া

গতকাল রাত অনুমান ৩ টার দিকে আদমদীঘির মুরইল বাজারের পশ্চিমে অনুমান ১০০ ফিট দূরে বগুড়া - নওগাঁ হাইওয়ে রাস্তার পার্শ্বে জনৈক আজিজার রহমানের বাড়ির সামনে ২৫ থেকে ২৮ বছরের অজ্ঞাত এক যুবকের দুর্ঘটনা কবলিত মৃতদেহ পাওয়া যায়। পুলিশের ধারণা, ওই যুবক হেঁটে যাচ্ছিল উক্ত সময় অজ্ঞাত কোন মোটরযান ধাক্কা দিলে সে মারা যায়। মৃত যুবকের মাথায় থেটলানো এবং বাম পায়ে দুর্ঘটনার চিহ্ন রয়েছে। তারা আরো ধারণা করেন, তাকে দেখতে পাগল প্রকৃতির। রাত্রিকালীন ডিউটিরত টহল পুলিশ চেকিং করাকালীন সময় উপরোক্ত সংবাদ পেলে ঘটনাস্থল পরিদর্শন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (আদমদীঘি সার্কেল) নাজরান রউফ ও আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা। এরপর তারা মৃতদেহের পরিচয় জানার জন্য পিবিআই বগুড়া টিমকে অবহিত করেন। সকালবেলা পিবিআই টিম ফিঙ্গারপ্রিন্ট নিয়ে গেছে এখন পর্যন্ত পরিচয় পাওয়া যায় নাই বলেও তারা জানান।