lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ৩১ জুলাই, ২০২৩
Last Updated 2023-07-31T09:31:49Z
মিডিয়া

ঢাকা জাতীয় প্রেসক্লাবে বিএমএসএফ এর যুগপুর্তি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে

Advertisement

পঞ্চগড় প্রতিনিধি

বাংলাদেশ (বিএমএসএফ),এর যুগপুর্তি অনুষ্ঠানে সকল পেশাদার ও প্রশিক্ষণপ্রাপ্ত মফস্বল সাংবাদিকদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। 

অনুষ্ঠানে বিভিন্ন বক্তারা বলেন পেশাদার সাংবাদিকদের স্বার্থ ও অধিকার রক্ষায়, আন্দোলন ও সফলতার পথধরে, গত ১৫ জুলাই ১১ বর্ষ পেরিয়ে ১ যুগে পদার্পণ করে।

এ উপলক্ষে দেশব্যাপী শাখাসমূহ বিভিন্ন কর্মসূচি পালন করেছ’।

তারই অংহিসেবে বিএমএসএফ’র ট্রাস্টি বোর্ড, ৩০ জুলাই (রবিবার) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাব,   হল রুম, ১ যুগে পদার্পণ উৎসব অনুষ্ঠানের আয়োজন করেছে।

আয়োজন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  শিল্পমন্ত্রী আমির হোসেন আমু-এমপি, উদ্ভোধক-মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, বিশেষ অতিথি, এইচ এম ইব্রাহিম-এমপি, যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব-মেজবাহ উদ্দিন, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক-জাফর ওয়াজেদ, সহ আরো অনেকে।

এতে সভাপতিত্ব করেছেন-আহমেদ আবু জাফর, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ট্রাস্টি বোর্ড (বিএমএসএফ)। এছাড়াও সরকারের উচ্চ পর্যয়ের ব্যক্তিবর্গ, বিশিষ্ট সাংবাদিক ও সুশীল সমাজের নেতারা অংশগ্রহন করেন।

১ যুগে পদার্পণ অনুষ্ঠানসুচীর মধ্যে রয়েছে- আলোচনা সভা, কেক কাটা, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে সাংবাদিক প্রশিক্ষণ সনদ বিতরণ, নবগঠিত কেন্দ্রীয় কমিটির পরিচিতি।

সম্মাননা প্রদান ও সব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সকাল ১০:০০ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত চলবে অনুষ্ঠান।উল্লেখ্য, সরকারের নিবন্ধনকৃত একটি জাতীয় সংগঠন বিএমএসএফ (নিবন্ধন নং-০৬/২০২২) সংগঠনটি ২০১৩ সাল থেকে ১৪ দফা দাবী আদায়ে কাজ করে আসছে। এছাড়াও মফস্বল সাংবাদিকদের উপর অন্যায় ভাবে কেউ আঘাত  করার চেষ্টা করলে তাদেরকে শক্ত হাতে প্রতিহত করার লক্ষ্যে এ বিষয়ের উপর আলোচনা করা হয়।