lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ৩১ জুলাই, ২০২৩
Last Updated 2023-07-31T13:27:05Z
জেলার সংবাদ

মান্দায় বেসরকারি সংস্থা পদক্ষেপ ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন

Advertisement

আল আমিন স্বাধীন,মান্দা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর মান্দায় বেসরকারী সংস্থা ‘পদক্ষেপ’ (মানবিক উন্নয়ন কেন্দ্র) এর ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সংস্থার প্রসাদপুর বাজার কার্যালয়ে সুধী সমাবেশের আয়োজন করা হয়। 

সংস্থার শাখা ব্যবস্থাপক সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী পরিচালক ও জোনাল ম্যানেজার নূর মোহাম্মদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিনিয়র ব্যবস্থাপক ও এরিয়া ম্যানেজার জালাল উদ্দীন, মান্দা প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এম জসিম উদ্দীন, বেসরকারী সংস্থা শতফুলের এরিয়া ম্যানেজার জামিনুর রহমান, সহকারী শিক্ষক জান্নাতুন ফেরদৌস, আবদুল মতিন প্রমুখ। শেষে সাতজন গ্রাহকের মাঝে ঋণ বিতরণ করা হয়।