Advertisement
আহসান,বরিশাল ব্যুরো
ভোলা বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিনকে পুলিশ আটক করেছে। অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ জহিরুল ইসলাম হাওলাদার, বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে পক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিনকে আটকের বিষয়টি সমাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায়, আওয়ামী লীগের নেতা কর্মীএবং জনসাধারণ এর মনে স্বস্তি বিরাজ করছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়ে তারা গ্রেফতারের পর তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন,এবং যথাসময় অভিযুক্ত আলাউদ্দিন চেয়ারম্যান কে গ্রেফতার করায়,পুলিশ প্রশাসন কে ধন্যবাদ জানায়।
উল্লেখ গত কয়েক দিন আগে সম্প্রতি আলী আজম মুকুল এমপি (ভোলা ২) কে সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যার হুমকি দিয়েছেন,চেয়ারম্যান আলাউদ্দিন, সেই ঘটনাকে কেন্দ্র করে বোরহানউদ্দিন উপজেলা ছাত্রলীগের সভাপতি মুন্না, তার বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলা হলেও বেশ কিছু দিন যাবার পর তাকে ঢাকার কদমতলী থেকে আটক করে বোরহানউদ্দিন থানা পুলিশ।
এদিকে, পক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিনকে আটকের বিষয়টি সম্পর্কে জানতে বোরহানউদ্দিন থানার অফিসার্স ইনচার্জ ( ওসি) মোঃ মনির হোসেনকে ফোন করলে তিনি জানান,রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে তাকে আটক করতে সক্ষম হয়। বোরহানউদ্দিন থানা পুলিশের একটি চৌকস টিম।
তবে, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ জহিরুল ইসলাম হাওলাদার, আরো জানান, গতরাতে আটক হয়েছে। সবকিছু জেনে তারপর আপনাদের বলতে পারব।