lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ৫ জুলাই, ২০২৩
Last Updated 2023-07-05T05:52:17Z
জেলার সংবাদ

দুমকীতে ইউপি নির্বাচন, মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Advertisement

পটুয়াখালী প্রতিনিধি: 

পটুয়াখালীর দুমকীতে ইউপি নির্বাচনে  আচরণবিধি লঙ্ঘনের মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ৫নং শ্রীরামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী ফুটবল প্রতীকের মোঃ খলিলুর রহমান। 

মঙ্গলবার(৪জুলাই) বেলা ১২টায় দুমকী প্রেসক্লাব হলরুমে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে খলিলুর রহমান জানান, তাঁর প্রতিদ্বন্দ্বী তালা প্রতীকের প্রার্থী মোঃ নুরুল ভাবমূর্তি নষ্ট করার জন্য উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কাছে তাঁর বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন একটি অভিযোগ দাখিল করেছেন। যা অনলাইন পোর্টাল ও পত্রিকায় প্রকাশিত হয়েছে।

উক্ত ওয়ার্ডে আমি বার বার বিপুল ভোটে নির্বাচিত সদস্য হয়েছি। এলাকায় আমি সততা ও নিষ্ঠার সাথে শালীস ব্যবস্থাসহ উন্নয়নমূলক কাজ করেছি। তাই এবারেও এলাকার জনগণের অনুরোধে প্রার্থী হয়েছি। আমার সুনাম নষ্ট করার জন্য আমার ছেলে মোঃ আরিফ (মাসুম বিল্লাহ) এবং ভাইয়ের ছেলে মোঃ মিজানুর রহমানের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন সেটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। আমার ছেলে মোঃ আরিফ বাংলাদেশ বর্ডার গার্ড ( বিজিবি) এ চাকরি করে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ছুটিতে বাড়ি এসেছে এবং ভাতিজা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  চাকুরী করে। তাই তাদের হেনস্থা করার জন্য মিথ্যা বানোয়াট এসব অভিযোগ দাখিল  করেছেন। আমার বিরুদ্ধে শাওন নামের ভাড়া করা কর্মীর দ্বারা মারধরের অভিযোগটিও মিথ্যা। প্রকৃত পক্ষে আমি তাকে চিনি না। আমার কর্মীর বিরুদ্ধে পোষ্টার ছেঁড়ার অভিযোগ‌ও সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

উল্লেখ্য, ওই ওয়ার্ডের সদস্য প্রার্থী মোঃ নুরুল আমিন তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী খলিলুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে গত রবিবার(২জুলাই)  উপজেলা রিটার্নিং কর্মকর্তার বরাবরে একটি অভিযোগ পত্র দাখিল করেন।