lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
Last Updated 2023-07-11T15:57:35Z
জেলার সংবাদ

ঝালকাঠিতে পরিবারের সাথে অভিমান করে ঘরছাড়া স্কুল ছাত্রীদের সাত দিন পরে উদ্ধার

Advertisement

আবু সায়েম আকন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে পরিবারের সাথে অভিমান করে ঘরছাড়া স্কুল ছাত্রীদের সাত দিন পরে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ঝালকাঠি সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর-ঝালকাঠি) সার্কেল মো. মাসুদ রানা থানার হল রুমে উপস্থিত হয়ে প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেন। এ সময় রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় উপস্থিত ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানাগেছে, গত ৪ জুলাই উপজেলা সদরের মেডিকেল মোড এলাকা থেকে দুঃসম্পর্কের দুই চাচাত বোন স্কুলে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে নিখাঁজ হয়। ৫ জুলাই তাদের নিজ নিজ পরিবার পৃথক দুইটি সাধারণ ডাইরী করেন। পরে ডাইরীর আলোকে রাজাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ঢাকা মিরপুর এলাকা থেকে স্থানীয় পুলিশের সহায়তায় ১০ জুলাই একটি ভাড়া বাসা থেকে উদ্ধার করেন। তারা ঐ এলাকায় একটি শপিংমলে চাকুরী নেয়ার চেষ্টা করেছিলেন। পরিবারের সাথে অভিমান করে দুই স্কুলছাত্রী এমনটা করেছেন বলেও পুলিশ জানায়।

ঐ দুই স্কুলছাত্রীরা হলো মো. দালা উদ্দিন হাওলাদারের মেয়ে সানজিদা আক্তার মীম (১৪), সে নবম শ্রেনীতে পড়ে। হুমায়ুন কবির হাওলাদারের মেয়ে মারিয়া ইসলাম শিমু (১২), সে ৭ম শ্রেনীতে পড়ে। তারা উভয়ে রাজাপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, দুই স্কুলছাত্রীকে উদ্ধার করে মঙ্গলবার দুপুরে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করে সন্তানদের সাথে ভাল আচরণ করার পরামর্শ দেয়া হয়েছে।