Advertisement
মাহতাবুর রহমান, নিজস্ব প্রতিবেদক
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বরগুনা রিপোর্টার্স ইউনিটির ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১৫ জুলাই শনিবার দুপুরে বরগুনা পৌরসভার হল রুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহাবুবুল আলম মান্নু'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র মালাকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী কমিটির সভাপতি এডভোকেট আব্দুল মশিউর মালেক, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ডেবিট, বরগুনা জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হোসনেয়ারা চম্পা, বরগুনা পৌরসভার সংরক্ষিত মহিলা সদস্য মমতাজ বেগম , বরগুনা জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর হুমায়ূন কবির, বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন মাই টিভির বরগুনা জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম স্বপন, দৈনিক আমার বার্তার বরগুনা জেলা প্রতিনিধি রাসেল হাওলাদার, বাংলাদেশ মানবাধিকার কমিশন আমতলী পৌর শাখার সাধারন সম্পাদক টি,এম রেদওয়ান বায়েজীদ, দৈনিক ভোরের ডাকের আমতলী প্রতিনিধি এইচ এম রাসেল, দৈনিক কালবেলার আমতলী প্রতিনিধি মনির হোসেন, গনমাধ্যমকর্মী ও প্রভাষক কামরুল হাসান সায়মন, মোঃ মেহেদী হাসান, চ্যানেল এ’র নির্বাহী পরিচালক আল আমিন ইসলাম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
শুভেচ্ছা বক্তব্যে বক্তারা বলেন, সাংবাদিকতা একটি মহৎ পেশা এই পেশায় থেকে মানুষকে যতটা উপকার করা সম্ভব অন্য পেশায় থেকে তা সম্ভব নয়। একটি মিডিয়ায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার মাধ্যমে সাংবাদিকগণ ভালো কাজের অংশীদার হতে পারেন।